বাংলা ছবির কনটেন্ট কে চ্যালেঞ্জ দিলেন বাংলার খুদে পরিচালক সত্যজিত
মাত্র এক মিনিট তেরো সেকেন্ডের টিজার ট্রেলারে নিজের দক্ষতা দেখিয়ে দিলেন বাংলার এক ক্ষুদে পরিচালক সত্যজিত দাস । রীতিমতো বাংলার কনটেন্ট সাবজেক্ট কে আঙুল দিয়ে দেখালেন যে , বিগ বাজেটই শেষ কথা নয় , ভালো সাবজেক্ট থাকলে আর কিছু মানুষ পাশে থাকলে একটা আস্ত সিনেমা বানানো যায় ।
টিজারের কিছু শট্ দর্শকদের মন কাড়তে বাধ্য করেছে এবঐ তার সাথে সংযোজন কালার ও ব্যকগ্রাউন্ড মিউজিক , যা সবার মন কে ছুঁতে সক্ষম হয়েছে ।
বাংলা চলচ্চিত্রের ছক বাঁধা চিত্রকে হার মানিয়ে অন্য কিছু আনতে চলেছেন সত্যজিত । তবে , প্রথম টিজারে ছবির মুখ্যচরিত্র রাশেদ ও সায়ন্তী কে সে ভাবে না দেখা গেলেও এক ঝলক প্রমাণ করছে তাদের মুখের সরল ভাবভঙ্গি যা হৃদয়স্পর্শী । অন্যদিকে শ্রীলা ত্রিপাঠীর অভিনয় সারা টিজারে প্রমিসিং । অভিনেতা বিশ্বজিত এবং সু্রজিত যথাযথ । তবে অপেক্ষা পরবর্তী টিজার ট্রেলারের ।