skip to Main Content

আলোড়ন ফেললো দর্শক মহলে পেন্টিংস ইন দ্য ডার্ক দ্বিতীয় টিজার

সুবর্নলতা রায় :

পরিচালক সত্যজিত দাসের ডেবিউ সিনেমা ” পেন্টিংস ইন দ্য ডার্ক “এর দ্বিতীয় টিজার লঞ্চ করার পর আলোড়ন পড়েছে রীতিমত বাংলা ইন্ডাস্ট্রি মহলে । যেখানে একটি অনবদ্য বিষয়বস্তু কে কেন্দ্র করে সিনেমা টি আবর্তিত হয়েছে সিনেমা টি ।সেই রকম টিজার এ রহস্যের একটি দানা বেঁধে আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি ।

আবার ও দেখা যাচ্ছে সবাই কিছু না কিছু খুজে চলেছেন কোনো উদ্দেশ্যে । সেখানে গল্পের মূখ্য অভিনেতা কে দেখা যাচ্ছে তিনি কোনো জালে জড়িয়ে পড়েছেন , একসময় তাঁকে দেখা যাচ্ছে খুব সাদা-মাটা অবস্থায় ,আবার অভিনেত্রী র সাথে দেখা যাচ্ছে এক অন্য রকম বেশে ।

 

পরিচালক এর কথায় , গল্পে অনেক ধরনের কিনারা রয়েছে যা দর্শক উদ্ধার করবে।

এবং পরিচালক দাবি রাখছেন সংগীত এর ক্ষেত্রে ,এরকম ধরনের টান টান সঙ্গীত পরিবেশন এর আগে বাঙলা সিনেমা তে হয় নি । তাই দর্শক যে ভাবে টিজার অংশ টি কে ভালোবেসে যাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখেনা ।

 

সিনেমার পোস্ট-প্রডাকশনের দায়িত্ব সামলাচ্ছে এই বছর সর্বোচ্চ বিজয়ী সম্পাদক শিবম সামন্ত ও মিউজিকে রাজদীপ ।

 

প্রসঙ্গত , সিনেমা টি একটি অন্ধচিত্রকরের ওপর আবর্তিত । যিনি শব্দ শুনে চিত্র অঙ্কন করেন এবং তার জীবনের একটি গুরুত্ব পুর্ণ ওঠাপড়ার রোমাঞ্চকর কাহিনি ।

Back To Top