skip to Main Content

নতুন লুকে রাশেদ রহমানের ‘পেন্টিংস ইন দ্য ডার্ক’

‘পেন্টিংস ইন দ্যা ডার্ক’ ফাস্ট লুক দিয়ে সবার নজর কেড়েছিল চিত্রনায়ক রাশেদ রহমান। এ নিয়ে চলচ্চিত্রপাড়ায় হয়েছিল নানা আলোচনা। আবার সেকেন্ড লুক দিয়ে আলোচনায় এলেন কলকাতার ছবির এই ডেবিউ নায়ক।

গতকাল রবিবার বিকালে  অফিসিয়াল পেজে ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক ’ সিনেমার দ্বিতীয়  লুক প্রকাশ করেন পরিচালক সত্যজিত।

এ পোস্টারে রাশেদ কে দেখা গেছে, দেওয়ালে ছবি আঁকছে কিন্তু সম্পুর্ন অন্য লুকে তাঁকে দেখা যাচ্ছে এবং তার পোশাকেও অনেক পরিবর্তন ।

ছবির নির্মাতা সত্যজিত দাস জানান, পুজোর আগে মুক্তি পাবে ছবিটি। এ ধরনের পোস্টার দেশি সিনেমা নতুন বলেও জানান তিনি।

চিত্রনায়ক রাশেদ রহমান জানান, খুব শিগগিরই চূড়ান্ত পোস্টার প্রকাশ করা হবে। সেখানেও থাকবে চমক। আর মুক্তির আগে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পর্যায়ক্রমে ট্রেলার ও গান প্রকাশিত হবে। ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক ’ ছবির প্রযোজক ভুবন দে ।

এদিকে,  ছবিতে রাসেদের বিপরীতে অভিনয় করছেন সায়ন্তী চট্টরাজ। ভুবন দে ও মাস্টারপিস ফিল্মসের ব্যানারে নির্মিত ‘পেন্টিংস ইন দ্য ডার্ক ‘ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বিশ্বজিত , শ্রীলা , নীলাঞ্জনা আরো অনেকে। ছবির সহ-প্রযোজক হিসেবে আছেন আকাশ হোসেন ।

Back To Top