বলা হয় কবিতা হল কবির জীবন মন্থনে পাওয়া অমৃত। কবি অমলেশ বালার কবিতাও তাঁর কবিতাযাপনের ধারাবাহিকতার ফসল। জীবন ও যন্ত্রণার যে ছায়াযুদ্ধ আমাদের আমরণ বয়ে নিয়ে যায়… সেখানে পরিত্রাণের বৌদ্ধিক চেতনায় কবি লিখে চলেন একের পর এক কবিতা। ভাষার চাতুর্য থেকে বেরিয়ে একদম সাদামাটা কাব্যিক রূপারোপে তিনি ছুঁয়ে ফেলেন কবিতার অপার বিস্ময়!
মুর্শিদাবাদ জেলার পুলিশ আধিকারিক কবি অমলেশ বালার প্রথম কাব্যগ্রন্থ ‘নরকের ফুল’ এর মোড়ক উন্মোচন করলেন মুর্শিদাবাদ জেলার সুপারেনটেনডেন্ট অফ পুলিশ শ্রদ্ধেয় শ্রী সূর্য প্রসাদ যাদব ( IPS ) তাঁর অফিসে ১৯ জানুয়ারি ২০২৪ তারিখে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা বিচারক শ্রদ্ধেয় শিবশঙ্কর পাল এবং এ.পি.পি. সি.জে. এম কোর্ট মুর্শিদাবাদ মাননীয় শ্রী বিশ্বপতি সরকার। কবি অমলেশ বালা’র “নরকের ফুল” কাব্য গ্রন্থটি ৪৭ তম আন্তর্জাতিক কলকাতার বইমেলায় স্টল নং ১৩৭ এবং ৬৩ নং এ পাওয়া যাচ্ছে।।