দক্ষিণ কোলকাতায় বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব ও নেতাজি পাঠাগারের স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির

দক্ষিণ কোলকাতার বাঘাযতিনে বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব ও নেতাজি পাঠাগার ইংরেজি নতুন বছরের শুরুতেই আয়োজন করল স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির। সংস্থার সভাপতি নিশীথ চ্ক্রবর্তির কথায় “বছরের শুরুটা ভালো হোক ভালো কাজ দিয়ে,তাই এই উদ্যোগ”।

সম্পাদক সুমন দে জানা লেন শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও দেড়শো রক্তদাতা রক্তদান করেন। জানুয়ারি মাস ব্যাপী প্রতি রবিবার অংকন, কুইজ সহ নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানলেন সাংস্কৃতিক সম্পাদক অজয় দে
। এছাড়াও ক্লাব ময়দানে ক্রিকেট টু্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের ক্রীড়া সম্পাদক সৌরভ মজুমদার। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় পূরমাতা মিতালী ব্যানার্জী।