কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এক ক্লাবে ২৫ মে ৬ জনকে ‘কলকাতা রত্ন’, ১০ জনকে ‘প্রাইড অব কলকাতা’ এবং এক সংগঠনকে ‘বেস্ট অব কলকাতা’ সম্মান প্রদান করল বেসরকারী সংগঠন ‘গীতাঞ্জলি’।
গীতাঞ্জলির পক্ষে সুব্রত সিনহা জানিয়েছেন,এই বছর যাঁরা ‘কলকাতা রত্ন’ পেয়েছেন তাঁরা হলেন, বিশ্ব বিখ্যাত ম্যাজিশিয়ান পি সি সরকার (জুনিয়র), শিক্ষাবিদ তথা লেখক ডঃ পবিত্র সরকার, ডঃ এম পি রোজারিও,গায়িকা লোপামুদ্রা মিত্র, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর।
‘প্রাইড অব কলকাতা’ সম্মানে ভূষিত হয়েছেন, আলোকচিত্রী অনুপম হালদার,ডঃ সুবিমল দাস , চিকিৎসক অরিন্দম বিশ্বাস, প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, ক্রিকেট প্রশাসক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, গায়ক অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী সহ সুদর্শন চক্রবর্তী ও সুরঞ্জন পাল।
অন্যদিকে কলকাতার ক্লাব সংগঠন রূপে ‘বেস্ট অব কলকাতা’ সম্মানে ভূষিত হয়েছে ‘উত্তর কলকাতা উদয়ের পথে’।
পুরস্কার প্রাপক রূপে প্রত্যেকেই পেয়েছেন পুষ্পস্তবক, ট্রফি ও মানপত্র।”
আজ অনুষ্ঠান মঞ্চ থেকে ‘প্রাইড অব কলকাতা’ পুরস্কার গ্রহণের পর আলোকচিত্রী অনুপম হালদার জানিয়েছেন, “কলকাতার এতজন স্বনামধন্য ব্যক্তিদের সাথে একই মঞ্চ থেকে পুরস্কৃত হতে পেরে রোমাঞ্চিত হয়েছি। অন্যান্য পুরস্কারগুলোর মতো এই পুরস্কারও নিঃসন্দেহে আমাকে নতুন ভাবে কাজ করার প্রেরণা যোগাবে।”