২০০৯ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস এর একদল তরুণ ছাত্র-ছাত্রীদের নিয়ে তৈরি হয়েছিল কলকাতা শিল্পভূমি নাট্যদল। পরবর্তীকালে জাতীয় এবং আন্তর্জাতিক স্কলারশিপ প্রাপ্ত মেধাবীরাও যুক্ত হন এই নাট্যদলের সঙ্গে। শিল্পভূমি মঞ্চ নাটকের সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে পথ নাটকেও তাদের অবদান রেখেছে। শুধুমাত্র বাংলা ভাষাতেই নয়, হিন্দি ভাষাতেও শিল্পভূমির নাটক সারা ভারতে সমাদৃত হয়েছে বহুবার। শিল্পভূমির উল্লেখ্যযোগ্য প্রযোজনাগুলি হল “হামারী পহেচন”, “রুদ্ধ শৈশব”, “আদাব”, “সাদাকো”, “কোথায় গেল”, “লেহরণ কে রাজহংস” প্রভৃতি। শুরুর সময় থেকেই শিল্পভূমি ছোটদের নিয়ে নিয়মিত থিয়েটার ইন এডুকেশন এর চর্চা করে আসছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। এই নাট্যদলের প্রতিষ্ঠাতা এবং নির্দেশক ড. সুকমল মৈত্র এই বিষয়ের ওপর তার পিএইচ.ডি. ডিগ্রী অর্জন করেছেন এবং ২০১০ সালে ভারতের সংস্কৃতি মন্ত্রক থেকে জাতীয় ফেলোশিপ প্রাপ্ত হয়েছেন। ড. সুকমল মৈত্র রচিত ও নির্দেশিত “রুদ্ধ শৈশব” নাটকটি ভারতের তিনটি ভাষায় প্রযোজিত হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। শিল্পভূমি তাদের বিভিন্ন প্রযোজনার জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার।

আগামী ২০ ফেব্রুয়ারি, তপন থিয়েটারে মঞ্চস্থ হতে চলেছে বুদ্ধদেব গুহর উপন্যাসের ছায়া অবলম্বনে তাদের নবতম প্রযোজনা ভারতগাঁথা। নাট্যকার ও নির্দেশক: ড. সুকমল মৈত্র। ভারতগাঁথা নাটকটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবের প্রেক্ষাপটে নির্মিত। মূলত নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বাধীন বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং মাস্টারদা সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিক আর্মি’র কার্যকলাপের ওপরই রচিত নাটকের পটভূমি। ভারতের স্বাধীনতার সেই সশস্ত্র আন্দোলনের পর্বে যে মহান স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, যাঁদের অধিকাংশ এখন আমাদের বিস্মৃতির অন্তরালে, সেই মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, বিনয়, বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার, দেশনেত্রী লীলা রায়, রামকৃষ্ণ বিশ্বাস প্রমুখ বিপ্লবীদের বিপ্লব জীবনের অজানা কাহিনী নিয়েই নির্মিত এই নাটক। একজন অঙ্কের মাস্টার আর তাঁর অনুগামী অসংখ্য তরুণ-তরুণী কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত নাড়িয়ে দিয়েছিল, তাঁদের কর্ম পদ্ধতি, জীবনাচরণ, মূল্যবোধ, আদর্শ সবকিছু নিয়েই নাটক ভারতগাঁথা। আজকের পরিচিত ভারত গঠনের অপরিচিত কারিগরদের ভুলে যাওয়া অজানা গল্পই নিয়েই নাটক ভারতগাঁথা। মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবাশিস দত্ত, শিল্পী কর, ড. সুকমল মৈত্র, শ্রেয়া বিশ্বাস, প্রসেন ভট্টাচার্য, মধুপর্ণা দাস, ঐন্দ্রিলা পাড়ুই, অনিরুদ্ধ ভট্টাচার্য, শীর্ষেন্দ্র নাথ চক্রবর্তী, শান্তনু নস্কর, শিখা দে, রূপকথা চক্রবর্তী।