কলকাতার মিউনাস নাট্যদলের আয়োজনে ২৭ জানুয়ারি সন্ধ্যে ৬ টা থেকে ২৮ জানুয়ারি সন্ধ্যে ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে টানা ২৪ ঘন্টার নাট্যোৎসব। এমন অভিনব নাট্যোৎসব পৃথিবীর আর কোথাও হয়েছে বলে শোনা যায়নি। ২৪ বছরের নাট্যদল মিউনাসের টানা ২৪ ঘন্টার এই নাট্যোৎসব এবার নবম বর্ষে। এবছর মহিলা পরিচালক নির্মিত ২৫ টি নাটক নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মিউনাসের নাট্যোৎসব। যার সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন উৎসব দাস।
নাট্যকার, যাদের নাটককে অবলম্বন করে তৈরি হয় নাট্য প্রযোজনা তারা সব সময় বঞ্চিতই থেকে যান। প্রকাশ্যে তাদের নাম কমই আসে। তাই এই নাট্যোৎসবে যে সমস্ত নাটককারদের নাটক মঞ্চস্থ হচ্ছে তাদের সাম্মানিক জ্ঞাপন করে, ২৭ জানুয়ারি দুপুর ২.৩০ টেয় তপন থিয়েটারে অনুষ্ঠিত হয় নাটককারদের সঙ্গে আড্ডা। সঞ্চালনায় ছিলেন শুদ্ধসত্ত্ব ঘোষ। মিউনাস নাট্যদলের কর্ণধার উৎসব দাসের কথায়, ‘এই নাট্যোৎসব ঠিক আর পাঁচটা নাট্যোৎসবের মতো নয়। আমাদের এই নাট্যদল ২৪ বছরের। নাট্যদল গুলোর মধ্যে পারস্পারিক সম্পর্ক আরও দৃঢ় করার ভাবনা থেকেই আমরা টানা ২৪ ঘন্টা নাট্যোৎসব শুরু করেছিলাম। যাতে করে একটা পুরো দিন আমরা থিয়েটারের সঙ্গে যাপন করতে পারি। ৩৬৫ দিনের মধ্যে একদিন আমরা থিয়েটারকে ঘুমোতে দেব না এবং থিয়েটারের সঙ্গে আমরাও জেগে থাকবো। মানুষজন এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এটাই আমাদের প্রাপ্তি’।