মিউনাস নাট্যদলের এটা রজত জয়ন্তী বর্ষ। তাই মিউনাস আয়োজিত টানা ২৪ ঘন্টা নাট্যোৎসবে এবার মঞ্চস্থ হচ্ছে ২৫টি নাটক। যাতে অংশ নিয়েছে কলকাতা সহ জেলার নাট্যদলও। মূলত নাট্যদল গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের মেলবন্ধনের উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল এই অভিনব নাট্যোৎসব।
মিউনাস নাট্যদলের কর্ণধার উৎসব দাসের কথায়, ‘আমাদের নাট্যদলের এবার ২৫ বছর। যাত্রা শুরু হয় ২০০০ সালে। টানা ২৪ ঘন্টা নাট্যোৎসব এবার নবম বর্ষে। গত বছর ২৫ জন মহিলা পরিচালক তাদের নাটক মঞ্চস্থ করেছিলেন। এ বছরও রয়েছে নতুনত্ব। যেটা আগে কোথাও কখনও হয়নি বলেই আমার মনে হয়। টানা ২৪ ঘণ্টা ধরে মঞ্চস্থ হচ্ছে ২৫ টি নতুন নাটক। যেগুলো এই উৎসবের জন্যই লেখা এবং যার প্রথম প্রিমিয়ার হচ্ছে এই নাট্যোৎসবে’। গতকাল অর্থাৎ ২৫ জানুয়ারী বিকেল ৪ টেয় উদ্বোধন হয় এই নাট্যোৎসবের’।
এদিন দুপুর ১.৩০ টায় অনুষ্ঠিত হয়ে গেল ‘নাটককারদের আড্ডা’। অংশ নিয়েছিলেন সেই সব নাটককাররা, যাদের নাটক মঞ্চস্থ হচ্ছে এই নাট্যোৎসবে। তাদের হাতে এদিন সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হয় সাম্মানিকও। এই নাটকের আড্ডার যৌথ সঞ্চালনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায় ও সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়। উৎসবের প্রথম নাটক ছিল বঙ্গ পুতুল নাট্যদলের পুতুল নাট্য, ‘ নারদ নারদ’। বেহালা কাব্য তীর্থ’র প্রযোজনায় মঞ্চস্থ হয়েছে ‘আগুন থেকে জানি’ নাটক। যা কবিতা কে কেন্দ্র করে একেবারেই অভিনব একটি উপস্থাপনা। উৎসব দাস এর নির্দেশনায় এই নাট্যোৎসবে মঞ্চস্থ হবে আয়োজক সংস্থা মিউনাস নাট্যদলের নাটক ‘আপনাকে বলছি’। পথ নাটিকা সহ মঞ্চস্থ হচ্ছে অন্যান্য উপস্থাপনাও। আজ সন্ধেয় শেষ হবে মিউনাস আয়োজিত এই টানা ২৪ ঘণ্টার নাট্যোৎসব।