গত ১৫ জানুয়ারী দক্ষিণ কলকাতার ৫৮ বি, প্রতাপাদিত্য রোডে চালু হল ইভেন্ট ম্যানেজমেন্ট পরিষেবা প্রদানকারী নতুন সংস্থা “আইকনিক”। নিত্যনতুন ভাবনাকে রূপায়িত করে গ্রাহক সন্তুষ্টিতে নিবেদিত থাকার প্রতিশ্রুতি দেয় আইকনিক।
আইকনিকের অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বনামধন্য দাবাড়ু গ্র্যাণ্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং দৈনিক বাংলা স্টেটসম্যান-এর সম্পাদক শেখর সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র-সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়, অভিনেতা রাজীব বোস, ফাটাকেষ্ট খ্যাত কালীপুজোর কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টা, আইনজীবী সুদীপ্ত রায়, ‘আইকনিক’-এর দুই প্রতিনিধি রূপা মালাকার ও লিটসি দাস সহ একাধিক বিশিষ্ট গুণীজন।
“আইকনিক” সংস্থার তরফ থেকে অন্যতম নির্দেশক সাথী সরকার জানিয়েছেন, “একই ছাদের তলায় এখানে সেলিব্রিটি ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সংক্রান্ত যাবতীয় কাজ, বিবিধ প্রকার ছাপার কাজ, বাণিজ্যিক সংস্থার কার্যক্রম, বিবাহের কাজ, ফ্যাশন ও পুরস্কার বিতরণী কার্যক্রম ও অন্যান্য কাজ করা হবে।”