৯ই অক্টোবর অপরাহ্ণে ‘অ্যাকাডেমী অব ফাইন আর্টস’-এ অনুপম হালদারের দশম একক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করতে এসেছিলেন প্রখ্যাত ফুটবলার মেহতাব হোসেন। প্রদর্শনী ঘুরে দেখার পর মেহতাব বলেন “অল্পবয়সী মেয়ে ও মহিলাদের সম্মান করুন, সমাজও আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে”।
আলোকচিত্রী অনুপম হালদারের প্রদর্শনী ‘মা আসছে’ পরিদর্শন করে গেছেন ভাষা ও সাহিত্য বিশারদ তথা শিক্ষাবিদ পবিত্র সরকার।
কলকাতার ‘অ্যাকাডেমী অব ফাইন আর্টস’-এর নর্থ, ওয়েস্ট, নিউ সাউথ এ এবং বি গ্যালারিতে ৮ ও ৯ অক্টোবর আয়োজিত হয়েছিল এই আলোকচিত্র প্রদর্শনীর।
৮ই অক্টোবর অপরাহ্নে বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর বর্ষীয়ান অভিনেত্রী তথা নায়িকা মন্দাকিনী ও টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী পাওলি দামের উপস্থিতিতে উদ্বোধন হয় এই আলোকচিত্র প্রদর্শনীর।
