২০তম বর্ষে নাটকওয়ালা কলকাতা

২০ তম বর্ষে পদার্পণ করল নাটকওয়ালা কলকাতা নাট্যদল। তাদের বর্ষ পূর্তিতে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে নাট্যোৎসব। ১৬ ফেব্রুয়ারি, উৎসবের প্রথম দিন শিশির মঞ্চে সন্ধ্যে ৬.৩০ টায় মঞ্চস্থ হবে বাস্তুভিটে নাটকটি। নাটকওয়ালা কলকাতা নাট্যদল প্রযোজিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন শ্যামল কুমার চক্রবর্তী। বাংলার শ্রেষ্ঠ ও মৌলিক নাট্যকার মনোজ মিত্র কে শ্রদ্ধা জানিয়ে মঞ্চস্থ হবে এই নাটক।

দ্বিতীয় দিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি, সোমবার, সন্ধ্যে ৬টায় আকাদেমি মঞ্চে অনুষ্ঠিত হবে নাট্যোৎসবের দ্বিতীয় পর্ব। এদিন সম্মাননা জ্ঞাপন করা হবে বিশিষ্ট ব্যক্তিদের। ইন্দ্রজিৎ দেব স্মৃতি সম্মান পাবেন বিশিষ্ট নাট্যকর্মী আশীষ সাহা। তাকে সম্মাননা জ্ঞাপন করবেন বিশিষ্ট ফুটবলার দুলাল বিশ্বাস। দেবিদাস ভট্টাচার্য স্মৃতি সম্মান প্রদান করা হবে বিশিষ্ট অভিনেত্রী লোপামুদ্রা গুহ নিয়োগী কে। তাকে সম্মাননা জ্ঞাপন করবেন বিশিষ্ট নাট্যসমালোচক রঞ্জন বন্দোপাধ্যায়। শান্তনু মুখার্জি স্মৃতি সম্মান পাবেন বিশিষ্ট আবহশিল্পী সৌমেন দত্ত। তাকে সম্মাননা জ্ঞাপন করবেন বিশিষ্ট অভিনেত্রী তনুকা চ্যাটার্জি। এরপর মঞ্চস্থ হবে নাটকওয়ালা কলকাতার দর্শকধন্য প্রযোজনা নটী বিনোদিনী। নাটককার ব্রজেন্দ্র কুমার দে। নির্দেশনায় সুস্মিতা চক্রবর্তী।