কলকাতায় কেবল টিভি শো ২০২৪-এ ডিজিটাল টেলিভিশন, ব্রডব্যান্ড ও ওটিটির সম্মিলিত শক্তি দেখাল NXTDIGITAL

প্রযুক্তিচালিত গ্রাহক অভিজ্ঞতা কোম্পানি হিন্দুজা গ্লোবাল সলিউশনস (HGS)-এর ডিজিটাল মিডিয়া শাখা NXTDIGITAL কলকাতায় জানুয়ারি ৯ থেকে ১১, ২০২৪ পর্যন্ত অনুষ্ঠেয় কেবল টিভি শো ২০২৪-এর ২৫তম সংস্করণে অংশগ্রহণ করে। আন্তর্জাতিক হিন্দুজা গ্রুপের এই ভার্টিকাল, যার ডিজিটাল টেলিভিশন, তারযুক্ত ব্রডব্যান্ড, ওটিটি এগ্রিগেশন এবং এন্টারপ্রাইজ সলিউশনস জুড়ে উপস্থিতি রয়েছে, নিজের ফ্ল্যাগশিপ সম্মিলিত সমাধান এই শোতে দেখিয়েছে। এই অফারে রয়েছে ৬৫০ টেলিভিশন ডিজিটাল টেলিভিশন চ্যানেল, ১,০০০এমবিপিএস পর্যন্ত গতির তারযুক্ত ব্রডব্যান্ড এবং ৩০০,০০০ ঘন্টার বেশি ওটিটি কনটেন্ট।

একমাত্র হেডএন্ড-ইন-দ্য-স্কাই প্ল্যাটফর্ম NXTDIGITAL তার স্যাটেলাইট টেলিভিশন পরিষেবা আক্রমণাত্মকভাবে গোটা পূর্বাঞ্চল জুড়ে সম্প্রসারিত করছে। এটা করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ এলাকা বাড়ানো এবং পুরস্কার জয়ী নিজস্ব মালিকানাধীন NXTHUB চালু করা – এই দুইয়ের মিশ্রণে। ডিজিটাল টেলিভিশন পরিষেবাকে মেলানো যাবে ONE Broadband-এর সঙ্গে। এটা হল NXTDIGITAL-এর তারযুক্ত ব্রডব্যান্ড পরিষেবা, যা বাড়ি এবং অফিসগুলোকে যুক্ত করে ফাইবার-টু-দ্য-হোম (FTTH) অন গিগাবাইট প্যাসিভ অপটিকাল নেটওয়ার্ক (GPON) প্রযুক্তির মাধ্যমে। ডিজিটাল টেলিভিশন ও ব্রডব্যান্ড সমাধানের পরিপূরক হিসাবে রয়েছে অনন্য ওটিটি এগ্রিগেটর অ্যাপ NXTPLAY। এতে গ্রাহকরা জনপ্রিয় ওটিটি কনটেন্টের নাগাল পাবেন Disney+ Hotstar, OTTPlay, Sabot, এবং Playflix থেকে। ৩০০,০০০ ঘন্টার বেশি আন্তর্জাতিক ও আঞ্চলিক কনটেন্ট থাকায় এর অ্যান্ড্রয়েড অ্যাপে রয়েছে বিষয়, জঁর, উৎস এবং বিষয় অনুযায়ী কনটেন্ট ব্রাউজ করার ফিচার।

এই ইভেন্ট সম্পর্কে সঞ্জয় দাস, NXTDIGITAL-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বললেন “এবছরের কেবল টিভি শোতে আমাদের থিম ছিল সম্মিলিত প্রোডাক্ট অফারিং। এটাই এই অনন্য প্রস্তাবের মূল বার্তাটা আমাদের ব্যবসায়িক পার্টনারদের কাছে নিয়ে যাবে। এটা মূলত চ্যালেঞ্জের মুখে তাঁদের ব্যবসাকে সুরক্ষিত রাখার জন্যে। আমাদের পার্টনারদের এক ছাদের তলায় একটা কম্বো হিসাবে সম্মিলিত ডিজিটাল পরিষেবা দেওয়ার সত্যিকারের প্রয়োজনটা আমরা বুঝি। তাতে তাঁদের গ্রাহকরা একটা মাত্র উৎস থেকেই সর্বোচ্চ মানের ডিজিটাল পরিষেবা পেতে পারবেন। এসবের পিছনে আছে ভারতের অন্যতম প্রধান ডিজিটাল সরবরাহ সমাধান কোম্পানির উদ্ভাবনীমূলক প্রযুক্তি।”