থিয়েঅ্যাপেক্সে অনুষ্ঠিত হতে চলেছে ভারত নাট্য মহোৎসব ২০২৫

কলকাতা শিল্পভূমির আয়োজনে ৩০ মে থেকে ১ জুন, তিনদিন ব্যাপী থিয়েঅ্যাপেক্সে অনুষ্ঠিত হতে চলেছে ‘ভারত নাট্য মহোৎসব ২০২৫’। এই জাতীয় নাট্য উৎসবে অংশগ্রহণ করবে মালদা, গাজল, কালিয়াগঞ্জ, দিনাজপুর, বসিরহাট ও রৌরকেল্লার (ওড়িশা) খ্যাতনামা নাট্যদল। তারা মঞ্চস্থ করবেন তাদের বিশিষ্ট কিছু নাট্য প্রযোজনা। ৩০ মে, নাট্য উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হবে মালদা শিল্পী সংসদ প্রযোজিত কাঞ্চন রঙ্গ নাটকটি। নাট্যকার শম্ভু মিত্র ও অমিত মৈত্র। নির্দেশনায় দেবাশিস দত্ত। নাটকটির সামগ্রিক পরিকল্পনায় মলয় সাহা। বসিরহাট কিংশুক এর প্রযোজনায় এরপর মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে তারাপদ নাটকটি। নাট্যরূপ ও নির্দেশনায় মুকুন্দ চক্রবর্তী। ৩১ মে, উৎসবের দ্বিতীয় দিন মঞ্চস্থ হবে যাত্রিক কালিয়াগঞ্জ প্রযোজিত চোরেদের লজ্জা হলো। নাট্যকার শ্যামলতনু দাসগুপ্ত। নির্দেশক নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী। এরপর মঞ্চস্থ হবে বিষাণ একটি নাট্যসংস্থা, (গাজল) প্রযোজিত বানরের থাবা। মূল কাহিনীকার ‘W.W. Jacobs’। নাট্যকার সৌমেন পাল। নির্দেশনায় তাপস বন্দ্যোপাধ্যায়। ১ জুন, নাট্যোৎসবের শেষ দিন মঞ্চস্থ হবে বিচিত্রা দিনাজপুর প্রযোজিত গিরগিটি ও তুরুপের তাস নাটক দুটি। নাট্যকার পত্রাবলী চক্রবর্তী। নির্দেশক অরিন্দম ঘোষ ও সংগ্রামী ভট্টাচার্য। এরপর মঞ্চস্থ হবে সম্পর্ক, রৌরকেল্লা, ওড়িশা প্রযোজিত মহাকবি কালিদাস নাটকটি। নাট্যকার হরিশচন্দ্র বেহেরা, নির্দেশক ভাস্করচন্দ্র মহাপাত্র। এই নাট্যউৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইজেডসি সি-র অ্যাকাউন্ট এন্ড ডকুমেনটেশন অফিসার (A&DO) অভিজিৎ চ্যাটার্জী।