নব নালন্দার রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান

২৫ বৈশাখ নজরুল মঞ্চে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল নব নালন্দার রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান। সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। অংশগ্রহণ করেন কলকাতা ও শান্তিনিকেতন সহ নব নালন্দার পাঁচ শতাধিক ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা, প্রক্তনীরা। এছাড়াও অংশগ্রহণ করেন কলকাতার প্রথিতযশা আমন্ত্রিত শিল্পীরা। অলক রায় চৌধুরী, ইমন চক্রবর্তী, মনোজ মূরলী নায়ার, মনীষা মূরলী নায়ার, শোভন গাঙ্গুলী, শ্রেয়া গুহঠাকুরতা, চন্দ্রাবলী রুদ্র দত্ত, সুতপা বন্দ্যোপাধ্যায়, রিনি বিশ্বাস, রিমা মিত্র, মৌনিতা চট্টোপাধ্যায়, শীর্ষ রায়, শমীক পাল, দেবাদৃত চট্টোপাধ্যায়, সৈকত শেখরেশ্বর রায়, প্রিয়াঙ্গী লাহিড়ী, এ্যারিনা মুখার্জী, অদিতি গুপ্ত, প্রবুদ্ধ রাহা, অরিত্র দাশগুপ্ত, সিসপিয়া ব্যানার্জী, সৈকত শেখরেশ্বর রায়, প্রদীপ দত্ত, চন্দ্রিকা ভট্টাচার্য, তৃষা পাড়ুই, সাম্য কার্ফা, সুমন পান্থী, সুদীপ্ত রায়, অভিক মল্লিক, কোয়েল অধিকারী দেবশ্রী বিশ্বাস প্রমুখ স্বনামধন্য শিল্পীরা।

নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র জানালেন, ‘নব নালন্দার রবীন্দ্র স্মরণ খুব প্রেস্টিজিয়াস একটা অনুষ্ঠান। ১৯৯৬ সাল থেকে হয়ে আসছে। পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে সংস্কৃতি মনস্কতা গড়ে তুলতে এবং সাংস্কৃতিক কার্যকলাপের উন্নতি সাধনে তাদেরকে নিয়ে বছরব্যাপী নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। কলকাতায় যতগুলো রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান হয়, তার মধ্যে প্রথম সারিতেই থাকে নব নালন্দার রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান। আগে এই অনুষ্ঠান নব নালন্দা সংলগ্ন বুলেভার্ডে হতো। সকাল সাড়ে ছটায় উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে অনুষ্ঠানের শুরু হতো। তারপরেই থাকতো কলকাতার অতিথি শিল্পীদের অনুষ্ঠান। কলকাতার সমস্ত প্রথিতযশা শিল্পীরা এই মঞ্চে গান গাইতে আসতেন। এখনও আসেন এবং আশা রাখি ভবিষ্যতেও তারা আসবেন। এরপরে যেই অনুষ্ঠানের জন্য সবাই উদগ্রীব হয়ে থাকতো সেটা হলো নব নালন্দা কলকাতা এবং শান্তিনিকেতনের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সবাইকে নিয়ে নৃত্য-গীতি আলেখ্যর উপস্থাপনা। যার মধ্যে থাকতো রবীন্দ্রগান, নাচ, পাঠ সব কিছু। যে অনুষ্ঠান এখনও হয়ে আসছে’।

এদিন নব নালন্দার রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে পরিবেশিত হয় একক সংগীত, আবৃত্তি, পাঠ, নৃত্যনাট্য, রবীন্দ্র নৃত্যগীতি আলেখ্য, নাটক, শ্রুতিনাটক, অর্কেস্ট্রা।

অরিজিৎ মিত্রর পরিকল্পনা ও পরিচালনায় পরিবেশিত হয়, রবীন্দ্র কবিতা অবলম্বনে হোরিখেলা নৃত্যগীতি আলেখ্য। নব নালন্দার বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত উপস্থাপনায় ছিল নৃত্যগীতি আলেখ্য ‘তাঁরি রসের রঙ্গী’। নব নালন্দা শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা পরিবেশন করেন নৃত্যগীতি আলেখ্য ‘পূজারিণী’। মঞ্চস্থ হয় নাটক ‘তোতা কাহিনী’। অংশগ্রহণে ছিল নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তনে ছোট ছোট ছেলে মেয়েরা। বর্তমান সময়োপযোগী করে পরিবেশিত হয় নাটকটি। নির্দেশনায় ছিলেন দেবাশিস সেনশর্মা। নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তনের নিবেদনে ছিল নৃত্য-গীতি আলেখ্য ‘রাজমৃগয়া’। সুতপা ঘরানা’র নিবেদনে ছিল কবিতা কোলাজ, আমি অন্তঃপুরের মেয়ে। ফুলিয়া আনন্দধ্বনির নিবেদনে ছিল রবীন্দ্র নৃত্যনাট্য ‘শাপমোচন’। নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন ও নব রবি কিরণ এর পরিবেশনায় ছিল সম্মেলক গান। নানা রঙে রবিঠাকুর পরিবেশনায় ছিল সূর্যাবর্ত। এদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দেবযানী ঘোষ, দিব্যশ্রী চট্টোপাধ্যায়, মৌসুমী ঘোষ, সংযুক্তা ব্যানার্জী।