কবিগুরুর গানকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে নিয়ে চলেছেন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পীরা। সুচিত্রা মিত্র, রমা মণ্ডল, প্রমিতা মল্লিক তাদের মধ্যে অন্যতম। তাদের গায়কী, ঘরানাকে আবার বয়ে নিয়ে চলেছেন এই প্রজন্মের শিল্পীরা। তেমনই তিন সংগীতশিল্পী হলেন অভীক মল্লিক, শ্রীধারা গুপ্ত এবং প্রবাসী ঋষি ব্যানার্জী। ২ ফেব্রুয়ারি উত্তম মঞ্চে তাদের শিক্ষাগুরু প্রয়াত রমা মণ্ডল এবং প্রমিতা মল্লিককে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারা উপস্থাপন করলেন ‘চিরপথের সঙ্গী’ শিরোনামে এক বিশেষ সঙ্গীতানুষ্ঠান। যা শুধুমাত্র সংগীত পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সঙ্গে ছিল ভিডিও প্রেজেন্টেশন এবং নৃত্যের উপস্থাপনাও। এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল নব রবি কিরণ। অভীক মল্লিকের পরিবেশনে ছিল আমার মিলন লাগি তুমি, ওই আসনতলের মাটির পরে, নয়ন তোমারে পায়না দেখিতে রবীন্দ্রসংগীত গুলি। শ্রীধারা গুপ্তের পরিবেশনে শুধু তোমার বাণী নয় গো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে, আমি তোমারি মাটির কন্যা। ঋষি ব্যানার্জী পরিবেশন করেন মোর হৃদয়ের গোপন বিজন, মহারাজ একি সাজে, জগত জুড়ে উদার সুরে এই রবীন্দ্রসংগীত গুলি। তাদের গায়কী এবং উপস্থাপনা মুগ্ধ করে দর্শকদের। তবে বিশেষ উল্লেখের দাবি রাখে অভীকের উদাত্ত কন্ঠে নয়ন তোমারে পায়না দেখিতে, শ্রীধারার কন্ঠে শুধু তোমার বাণী এবং ঋষির কন্ঠে মহারাজ একি সাজে গান গুলি।
এছাড়াও তাদের পরিবেশনে ছিল চন্ডালিকা এবং চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের নির্বাচিত অংশ। সঙ্গে ছিল নৃত্যের উপস্থাপনা। তাদের শিক্ষাগুরু প্রমিতা মল্লিক স্বয়ং উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিন মঞ্চে তিনি সংগীতশিল্পী রমা মণ্ডলের সঙ্গে তার সুমধুর বন্ধুত্বের সম্পর্কের কথা ভাগ করে নেন দর্শকদের সঙ্গে এবং পরিবেশন করেন দুটি গান। নীরব রজনী দেখো মগ্ন জোছনায় এবং তোমারি ঝরনাতলার নির্জনে। এদিন সন্মানিত করা হয় মেয়র পারিষদ দেবাশীষ কুমার এবং নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্রকে। অনুষ্ঠানে যন্ত্রাণুসঙ্গে ছিলেন বিপ্লব মণ্ডল, সুব্রত মুখার্জী, সন্দীপ সেনগুপ্ত, সৌমজ্যোতি ঘোষ এবং অমল সরকার। সঞ্চালনায় মধুমিতা বসু।