‘পৃথ্বী ফিল্মস’ নিবেদিত, কৃষ্ণা গুপ্তা প্রযোজিত এবং এম সেলিম পরিচালিত বাংলা কাহিনীচিত্র ‘দুগ্গা’-র পোস্টার ও টিজার মুক্তি পেল।
১৫ই এপ্রিল সায়াহ্নে কলকাতার ‘অ্যাকাডেমী অব ফাইন আর্টস’-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রকাশিত হল ‘দুগ্গা’-র পোস্টার ও টিজার।
সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাহিনীচিত্রের পরিচালক এম সেলিম জানিয়েছেন, “গ্রামের এক মেয়ের বিবাহ, বিবাহোত্তর জীবনে হাতবদল হয়ে নিষিদ্ধপল্লিতে পৌঁছানো ও পরবর্তী সময়ে সেই মেয়ের পলায়ন এবং প্রতিষ্ঠা লাভের কাহিনী নিয়েই নির্মিত হবে পৌনে দুঘণ্টার কাহিনীচিত্র ‘দুগ্গা’। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের মহালয়ার আগে মুক্তি পাবে এই কাহিনীচিত্র।”
এই ছবির চিত্রনাট্য লিখেছেন সুরজিৎ। অভিনয় করেছেন নবাগতা অনিন্দিতা জানা, এহসান খান, মনোজিৎ বড়াল, ঈশিতা দাস, অনসূয়া সামন্ত, গোলাম মহম্মদ প্রমুখ।
তিনটে গান থাকছে এই চলচ্চিত্রে। গান লিখেছেন সৌরভ দে। সুর দিয়েছেন প্রীতম দেব। পরিচালক এম সেলিম-এর এটাই প্রথম চলচ্চিত্র।