৫৭০০ মামলার নিষ্পত্তি হল হাওড়া জেলা আদালতে আয়োজিত জাতীয় লোক আদালতে

শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত। হাওড়া জেলা আদালতও তার ব্যতিক্রমী না।এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক (জেলা আইনী পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যানও) গোপাল চন্দ্র কর্মকারের নেতৃত্বে জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব সুপর্ণা সরকারের পরিচালনায় ১৮ টি বেঞ্চ বসেছিল। জেলার সদর আদালতে ১৫ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি বেঞ্চ।

হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান, ”  এদিন জাতীয় লোক আদালতে  ৬১০০ মত মামলা নথিভুক্ত ছিল, এর মধ্যে নিস্পত্তি ঘটেছে ৫৭০০ এর মত মামলা। নিস্পত্তি মামলার অর্থের পরিমাণ  ৪ কোটি টাকার মত”। হাওড়া জেলা আদালতে জাতীয় লোক আদালতের ৫ নং বেঞ্চে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সৌগত রায় চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যর বেঞ্চ ছিল।এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ‘বেঞ্চ জাজ’ হয়েছিলেন ‘আদালত সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন মহাশয়। এই বেঞ্চে বিদ্যুৎ সংক্রান্ত বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সর্বপরি অভিযুক্ত ব্যক্তিদের সহমতের ভিক্তিতে।এছাড়া অন্যান্য বেঞ্চে ট্রাফিক, মানি স্যুট, টাইটেল স্যুট প্রভৃতি বিষয়ক মামলার নিস্পত্তি ঘটে। জানা গেছে শতকরা ৯০ ভাগ মামলা এদিন সারাদিন ব্যাপি উভয় পক্ষের সম্মতিতে মিমাংসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *