ভার্চুয়াল জগৎ এবং তথ্যপ্রযুক্তি ভিত্তিক বাণিজ্যের প্রসারের সাথে সাথে বিশ্বজুড়ে সহজ ও নিরাপদ অনলাইন পেমেন্ট পদ্ধতি গুলির চাহিদা বাড়ছে। আর আন্তর্জাতিক অনলাইন বাণিজ্যের জন্য ক্রিপ্টোগ্রাফি ভিত্তিক লেনদেন এইমুহুর্তে সবচেয়ে নিরাপদ। সাধারণ মানুষের ব্যবহারের জন্য সহজ ও সরল একটি ক্রিপ্টো প্ল্যাটফর্মের প্রয়োজন অনুভব করে বাঙালি প্রযুক্তি উদ্যোক্তা শ্রী অভিষেক ভট্টাচার্য তৈরী করেছেন ক্রিপ্টনিক প্ল্যাটফর্ম।
অভিষেক জানান ক্রিপ্টনিক তৈরীর পূর্বে তাঁর তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ভারত তথা বিদেশের বহু কোম্পানির জন্য ব্লকচেন প্রযুক্তি তৈরি করেছে। ব্লকচেন প্রযুক্তির ওপরে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাঁরা তৈরি করেছে ক্রিপ্টনিক (CRYPTNIC) ব্লকচেন। ভারতবর্ষের প্রতিভাবান প্রযুক্তিবিদদের দের দিয়ে বানানো হয়েছে এই অত্যাধুনিক ক্রিপ্টনিক ব্লকচেন |
ব্লকচেনটি POS (Proof of Stake) টেকনোলজি তে বানানো। এই প্রযুক্তি এখন পৃথিবীর প্রায় ৪৮টি দেশে প্রচলিত| এই ক্রিপ্টনিক (CRYPTNIC) ব্লকচেন-এর উপরে বানানো ক্রিপ্টোকারেন্সির নাম ক্রিপ্টনিক কয়েন (Cryptnic Coin)। ক্রিপ্টনিকের সিম্বল হলো CPNC। গত ১৭ জুলাই ব্লকচেন প্রযুক্তির ওপর একটি ট্রেনিং ও সচেতনা কার্যক্রমের মাধ্যমে সকলের সামনে আনা হয় এই কয়েন নিয়ে বিস্তারিত তথ্য।
শ্রীপ্রো টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের কর্ণধার শ্রী অভিষেক ভট্টাচার্য দেশের যুবসমাজকে আহ্বান জানিয়েছে এই ব্লকচেন টেকনোলজিকে আরো ভালো করে শিখে দেশের এবং দশের কাজে কিভাবে লাগানো যায় সেটিকে নিয়ে চিন্তাভাবনা করতে। শ্রী ভট্টাচার্য আরো জানান “আগামী দিনে সাইবার ক্রাইম বা সাইবার ফ্রড থেকে নিজেদের ডেটা কে বাঁচানোর জন্য অত্যাধিক সুরক্ষিত এই ব্লকচেন টেকনোলজিকে ব্যবহার করতেই হবে। সহজ ভাবে ব্লকচেন টেকনোলজিকে শিখে নিয়ে একটি সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার জন্য ক্রিপ্টনিক (CRYPTNIC) ব্লকচেন আগামী দিনে একটি বড় ভূমিকা নেবে”।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৮ লক্ষেরও বেশি মানুষ এই ক্রিপ্টনিক (CRYPTNIC) কয়েনকে আই সি ও (ICO) পর্যায়ে ক্রয় করেছেন এবং এই মুহূর্তে ১৫ কোটি কয়েন ক্রিপ্টনিক প্লাটফর্মে রয়েছে। ক্রিপ্টনিক সম্পর্কে বিস্তারিত জানা যাবে কোম্পানির এই ওয়েবসাইটে – www.cryptnic.com ।