২৫শে এপ্রিল সন্ধ্যায় চেতলা এলাকার পিতাম্বর ঘটক লেনে আয়োজিত হল এক বিরাট ঈদ মিলন উৎসব। এলাকার সকল মানুষকে নিয়ে এই আনন্দ উৎসবের আয়োজন করেন শেখ হুসেনের নেতৃত্বে এলাকার একদল তরুণ। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম, কলকাতা পুরসভার ৭৪ নং ওয়ার্ডের পুরমাতা দেবলীনা বিশ্বাস।
অনুষ্ঠানে এসে প্রিয়দর্শিনী হাকিম জানান,”আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন-ধৰ্ম যার যার উৎসব সবার। তাঁর কথাকে সত্য প্রমাণ করে দিয়ে এখানকার সব ধর্মের মানুষেরা যেভাবে এই ঈদ উৎসবে সামিল হয়েছেন তা আমাদের ধর্মনিরপেক্ষ সংস্কৃতির অঙ্গ”।
এলাকার পুরমাতা দেবলীনা বিশ্বাস এই ঈদ মিলন উৎসবের আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
এই ঈদ মিলন উৎসবের প্রধান উদ্যোক্তা শেখ হুসেন জানান, “এলাকার সকল মানুষকে ঈদের আনন্দ দেবার জন্য আমরা সাধ্যমত আয়োজন করেছি। প্রচুর মানুষ এসেছেন। সকলকে আমি ধন্যবাদ ও পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই”।
এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল চোখে পড়ার মত। উৎসবে সামিল সকল মানুষের জন্য ছিল শরবত, ফুচকা, সিমাই, ফিরনি, কাবাব সহ রকমারি খাবারের আয়োজন।