ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রাণপুরুষ ও প্রতিষ্ঠাতা শ্রধ্যেয় ভগবান জী গতকাল শনিবার বেলা ৩.৩৫ মিনিটে অমৃতলোকে গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে উত্তর কলকাতার একটি বেসরকারি হসপিটালে তিনি ভর্তি ছিলেন।
বেদান্তভিত্তিক আধ্যাত্মিকতার প্রসারে এবং মানুষের কল্যাণের জন্যে সারা জীবন ধরে নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। দেশ ও বিদেশের অগণিত ছড়িয়ে আছে তাঁর অগণিত ভক্ত। তিনি তাঁর আধ্যাত্মিকতা ও ভাবনার প্রশিক্ষিত ৪২জন সন্ন্যাসী, সন্ন্যাসিনী তৈরি করে গেছেন। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সন্ন্যাসী স্বামী অচ্যুতানন্দ জানান, “আমরা সকলে আজ আমাদের ঈশ্বর ও অভিভাবককে হারালাম। আগামীদিনে আমরা তাঁর দেখানো পথেই তাঁর সকল মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবো”।
ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সূত্রে জানা গেছে আজ রবিবার বিকালে কাশীপুর শ্রী শ্রী রামকৃষ্ণ মহাশ্মশানে ভগবান জীর শেষকৃত্য সম্পন্ন হবে।