গত ৭ মে রবিবার বিকেল ৪ টায় কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে কবিতার ভেলা আয়োজিত বৈশাখ সংখ্যা ১৪৩০ পত্রিকাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হল এবং সংস্থার কর্ণধার প্রমতম সী’র হাত ধরে কবিতার ভেলা একটি প্রকাশনা সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করল।
উপস্থিত ছিলেন কবিতার ভেলার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ঔপন্যাসিক অমরেন্দ্রনাথ পাল, সভাপতি বিশিষ্ট কবি তুষার রঞ্জন মণ্ডল, সহ সভাপতি হরিসাধন শিকারী, কোষাধ্যক্ষ বিশিষ্ট কবি ফটিক চন্দ্র বিশ্বাস, উপদেষ্টা বিশিষ্ট আবৃত্তি শিল্পী রবীন্দ্রনাথ সরকার (প্রাক্তন আইপিএস), বিশিষ্ট ঔপন্যাসিক বিমল চন্দ্র গড়াই এবং বিশিষ্ট কবি অসীম দাস প্রমুখ। সম্পাদক প্রমতম সী’র স্বাগত ভাষনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কবি কল্যাণী মণ্ডল।
কবিতা পাঠে অংশ নেন তুষার রঞ্জন মণ্ডল, বিমল চন্দ্র গড়াই, রবীন্দ্রনাথ সরকার, অসীম দাস, ফটিক চন্দ্র বিশ্বাস, কল্যাণী মণ্ডল, অঞ্জনা দে, শিবানী চ্যাটার্জী, গৌরী সেন, রূপালী ঘোষ, মালা মুখোপাধ্যায়, সুমিতা পয়ড়্যা, নিপা চক্রবর্তী, দিপালী মজুমদার, নবনীতা সরকার, তৃপ্তি সুধা মণ্ডল এবং সাকিলা আহমেদ প্রমুখ।
সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কবি শিবানী চ্যাটার্জী।
সভাপতি তুষার রঞ্জন মণ্ডলের সমাপ্তি ভাষনের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।