রথযাত্রার শুভদিনে ২০শে জুন সকালে নব যুবক সংঘের পরিচালনায় ফাটাকেষ্টর কালীপূজার কাঠামো পূজা সম্পন্ন হলো কুমারটুলিতে। সীতারাম ঘোষ স্ট্রিটের ফাটাকেষ্টর কালীপূজা বছরের পর বছর ছোট থেকে বড় সকলের অত্যন্ত প্রিয় একটি পুজো। এই বছর ফাটাকেষ্টর কালীপূজা ৬৬তম বর্ষে পদার্পণ করল।
কুমারটুলির সকল পল্লীবাসীবৃন্দের সহযোগিতায় এবং ভাস্কর শ্রী মাধব পালের ব্যবস্থাপনায় মঙ্গলবার রথযাত্রার দিন সকালবেলায় ‘মা জবার কাঠামো পূজা’র মধ্য দিয়ে নব যুবক সংঘ ফাটাকেষ্ট কালীপূজার শুভারম্ভ ঘটলো। ক্লাবের সম্পাদক প্রবন্ধ রায়-এর ঐকান্তিক উদ্যোগে বছরের পর বছর এই পুজো তাঁর ঐতিহ্যকে বজায় রেখে এগিয়ে চলেছে।
এদিন বিশেষ অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন পৌরমাতা সাধনা দাস , প্রবন্ধ রায়, সঞ্জয় রায়, মনু গুপ্তা, গোপাল সাহা সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা।
প্রবন্ধ রায় অতীত দিনের বিভিন্ন স্মৃতিকে উসকে দিয়ে এবছরের কালীপূজাকে সর্বাঙ্গীণভাবে আলোকময় ও উজ্জ্বলময় করে তুলতে দর্শনার্থী ও ভক্তদের আহ্বান জানিয়েছেন। ভাস্কর শ্রী মাধব পালের তুলির টানে মা জবার কল্যাণময়ী মূর্তি ও রূপের কাঠামো বিন্যাস শুরু হল পূজার্চনা ও মন্ত্র পাঠের মধ্য দিয়ে।