মুক্তি পেল ”মা মনসা গীত“ মিউজিক ভিডিও অ্যালবাম

২৯ শে আগস্ট কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুক্তি পেল মা মনসা চিত্রম নিবেদিত প্রয়াত গোপাল দে ( সরকার ) স্মরনে ‘মা মনসা গীত’ মিউজিক ভিডিও অ্যালবাম। এটির সুর করেছেন সুভাষ দে। গান গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, শুভমিতা, মোনালিসা। ভিডিও করেছেন রোহিত মুখোপাধ্যায়। উপস্থাপনা করেছেন রমেন্দ্র চন্দ্র নাথ।

মিউজিক ভিডিও উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেতা নাইজাল আকারা ও পন্ডিত শুভদীপ মুখোপাধ্যায় l

যে ছয়টি গান এর মিউজিক ভিডিও লঞ্চ হলো সেই গান গুলো হলো এস মা মনসা, মাগো তোর চরণে, নাও মা পূজা বিষহরি, মাগো তোমাকে জানাই, শিবের নন্দিনী, মাগো তোমার অপার লীলা। সব গানগুলির কথা লিখেছেন প্রয়াত গোপাল দে (সরকার)।