শহরে বিভিন্ন ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। কোথাও প্রতিযোগীদের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও সৌন্দর্য ইত্যাদি আবার কোথাও জ্ঞানের গভীরতার ভিত্তিতে প্রতিভা বাছাই হয়ে থাকে। এবার অন্য ধরনের প্রতিভার খোঁজে বৃন্ত ফ্যাশন ফটোগ্রাফি এন্ড স্টুডিও এবং দ্যা গ্লাম মেকওভার যুগ্মভাবে আয়োজন করল ‘অন্য অনন্যা মিস গ্ল্যাম আইকন’। উত্তর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে ১২ এপ্রিল বসেছিল এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার শান্তুনু গুহ ঠাকুরতা, অভিষেক রায়, মিসেস ইউনিভার্স ইন্টারন্যাশনাল শ্রীপর্ণা রায়, মডেল সপ্তমী ব্যানার্জী, অভিনেতা জয়ন্ত দত্ত বর্মন, অভিনেত্রী ঐশ্বর্য সেন, গ্রুমার মৌসুমি নয়েক, সঞ্জু এবং ডায়েটশিয়ান শ্রেয়সী ভৌমিক । এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুরপিতা সুব্রত ব্যানার্জী, পুরমাতা পূজা পাঁজা সহ মেগাসিরিয়ালের পরিচালক বাবু বণিক, বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী ধীমান দাস। আয়োজক সংস্থার প্রধান বৃন্ত চ্যাটার্জী জানান এই মঞ্চে সফল প্রতিযোগীরা অভিনয়ের এবং বিভিন্ন গ্ল্যাম শো-তে অংশগ্রহণের সুযোগ পাবেন।