প্রকৃতি ও পরিবেশকে দূষনের হাত থেকে বাঁচাতে ও বাস্তুতন্ত্রকে রক্ষার আহ্বান জানিয়ে ‘ইণ্ডী রয়েল’ সংস্থার পরিচালনায় স্বভূমির রাজকুটীরে হয়ে গেল ‘মিস মিসেস ইণ্ডিয়া ২০২৩’ প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সময়ের বিশিষ্ট গীতিকার, সুরকার ও গায়ক নচিকেতা চক্রবর্তী, টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী মৌবনী সরকার, শুভাঙ্গী ধর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ‘ট্রানিসটিকস ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড’, ‘লিটল হাব’ সহ একাধিক সংস্থার সহযোগিতায় আয়োজিত হয় এই অনুষ্ঠান।
আয়োজক সংস্থা ইণ্ডী রয়েল-এর পক্ষ থেকে রোলি ত্রিপাঠী জানিয়েছেন, “ষষ্ঠতম মিস মিসেস ২০২৩ নাম থেকেই বোঝা যাচ্ছে বিবাহিত থেকে অবিবাহিত সব নারীদের জন্যই এই প্রতিযোগিতা।”
সাংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এই প্রতিযোগিতার অন্যতম বিচারক নিতু সাহা জানান, ” ভারতীয় সংস্কৃতিকে না ভোলার কথা স্মরণ করাতে মোট ৫২ জন প্রতিযোগিনী ‘মিস’, ‘মিসেস’ এবং ‘ক্লাসিক’ বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিলেন। ভার্চুয়াল ভাবে ৬ বার ও সামনাসামনি ৩ বার প্রশিক্ষণ দেওয়ার পর আজ মূল পর্বে ৪০ জন প্রতিযোগিনী অংশ নিয়েছেন। তিনটে বিভাগ থেকে তিনজনকে সেরার শিরোপা দেবার পাশাপাশি অন্যান্যদেরও পুরস্কার প্রদান করা হবে।”
অনুষ্ঠান মঞ্চে প্রতিযোগিনী ও আয়োজকবৃন্দের অনুরোধে নচিকেতা চক্রবর্তী শোনান তার কালজয়ী প্রেমের গান “সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা..” র কয়েক লাইন। অভিনেত্রী ঋতপর্ণা সেনগুপ্তর ক্যাট-ওয়াকে পরিপূর্ণ হয়ে ওঠে প্রতিযোগিতার গ্ল্যামার কোসেন্ট।