অভিনেত্রী মৌবনী সরকার উন্মোচন করলেন ‘কেয়ার ইউ’ এর দুটি নতুন প্রসাধনী

সৌন্দর্য্য চর্চায় নারীর অন্যতম প্রয়োজন সঠিক গুনমানের প্রসাধনী। সময়ের সাথে তালমিলিয়ে পাল্টেছে বিভিন্ন প্রসাধনীর চাহিদাও। বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে কলকাতার বুকে বেশ কিছু উদ্যোগপতি নিত্যনতুন প্রসাধনী বাজারজাত করে সাফল্য পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম কাবেরী সাহা। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে কাবেরীর স্বপ্ন ছিল নিজে কিছু একটা করার। স্বামী ইন্দ্রনীল এবং একমাত্র কন্যা কেয়া কে নিয়ে সফল গৃহিণী হবার পাশাপাশি আজ বহু মানুষের প্রতিপালকের ভূমিকায় কাবেরী। আজ স্বপ্নের কারিগর কাবেরী বাঙলার ঘরে ঘরে তাঁর তৈরী করা সৌন্দর্য্য পরিচর্যার ব্র্যান্ড “কেযার ইউ” এর প্রোডাক্ট পৌছে দিচ্ছেন।

‘কেয়ার ইউ’ এর দুটি নতুন প্রসাধনী হতে কাবেরী ও তাঁর কন্যা কেয়া

তাঁরই উদ্দ্যোগে রূপ সজ্জার নতুন দুটি প্রোডাক্টের সূচনা হল।”আণ্টি ব্লেমিশ ক্রিম” এবং “এক্সপার্ট হেয়ার কালার শ্যাম্পু”। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌবনী সরকার। তার হাত দিয়ে নতুন প্রোডাক্ট দুটির উন্মোচন হল।

২০১২ সালের ২২ শে জুলাই “কেয়ার ইউ”এর যাত্রা শুরু। দীর্ঘ ১২ বছরে প্রায় সাতটা ব্রাঞ্চ । সৌন্দযের উপকরণ যাতে বাড়িতে বসেই মানুষ পেতে পারেন তার জন্য চালু হল অনলাইন ডেলিভারি। এর ফলে ব্যবসার সঙ্গে চলল অনেক মহিলার কর্মসংস্থানের যোগ সূত্র ,পাশাপাশি ঘরে ঘরে পৌঁছে দেওয়ারও কাজ পেলেন মহিলারা। অনেক অর্থ আর লড়াই করে নিরন্তর চেষ্টা চালিয়ে এখন পর্যন্ত 20 টি বিউটি প্রোডাক্ট মার্কেটে রয়েছে। যা শহর কোলকাতা ছাড়িয়ে কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, মালদা ,শিলিগুড়ি এবং রাজ্যের বাইরে দিল্লি মুম্বাই -ত্রিপুরা আসামে বাজারজাত হয়ে উঠেছে।