মহামারীর কারণে কয়েক বছরের বিরতির পর নৃত্যাঙ্গনার আঠাশতম বর্ষিক অনুষ্ঠান আয়োজিত হল পয়লা জুন কলকাতার গিরিশ মঞ্চে। ওড়িশি নৃত্যের রঙীন এই সন্ধ্যায় “কৃষ্ণ সমারোহ” শীর্ষক অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছিলেন পদ্মভুষণ গুরু কেলুচরণ মহাপাত্রর সুযোগ্যা ছাত্রী এবং নৃত্যাঙ্গনার প্রধান প্রশিক্ষক ‘সিঙ্গারমণি’ সম্মানে ভূষিতা ওড়িশি নৃত্যশিল্পী মায়া ভট্টাচার্য্য (নিচের ছবিতে)।
অনুষ্ঠান শুরু হয় প্রভু জগন্নাথদেরের চরণে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে। এরপর নৃত্যাঙ্গনার শিল্পীদের পরিবেশনায় ছিল রবীন্দ্র সঙ্গীত সহযোগে পরপর দুটি নৃত্য। পরবর্তী ক্ষেত্রে ওড়িশি নৃত্যশৈলীর বিভিন্ন পর্যায় (মঙ্গলাচরণ, অভিনয়, চারি, পটদীপ পল্লবী, পদঅঙ্গ চারিকা, কৃষ্ণ মাধুর্য ) সুনিপুণ ভাবে তুলে ধরেন নৃত্যাঙ্গনার শিল্পীরা। অংশ নেন মায়া ভট্টাচার্য্যও । এরপর সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় কলকাতা ইসকন রাধাগোবিন্দ মন্দিরের উপাধ্যক্ষ এবং কলকাতা রথযাত্রা কমিটির চেয়ারম্যান প্রভু অনঙ্গমোহন দাস সহ চিকিৎসক অরিন্দম রায় চৌধুরী এবং পাশাপাশি সম্মানিত করা হয় ওড়িশি নৃত্যজগতের সুপরিচিত শিল্পী রাজীর ভট্টাচার্য্য, কাকলি বোস, অর্ণব বনোপাধ্যায় এবং সুবিকশ মুখোপাধ্যায়কে। অনুষ্ঠানের শেষ পর্বে নিবেদিত হয় নৃত্যনাট্য ‘বাঁশরী’। সব মিলিয়ে অনুষ্ঠানটি দর্শকদের মন ছুঁয়ে যায়।