২৮ শে সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে ‘আর ডি ফিল্মস’ ঘোষনা করল সারা বাংলা জুড়ে আয়োজিত হতে চলা এক ফ্যাশন শো ‘ফ্যাশন ফ্রম ফিউচার’। ‘আর ডি ফিল্মস’-এর পরিচালনায় জেলা ও রাজ্য পর্যায় থেকে এই ফ্যাশন শো অংশ নেবেন অবিবাহিতা, বিবাহিতা, যৌনরূপান্তরকামী, প্লাস সাইজ, আলোকচিত্র শিল্পী, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট এবং অন্যান্যরা।
‘স্ট্রাগলিং অ্যাওয়ার্ড ফর ফিমেল ২০২৩’ শীর্ষক সম্মান প্রদান ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘আর ডি ফিল্মস’-এর তরফ থেকে সুমিত গাঙ্গুলী জানিয়েছেন, “পুজোর পর থেকেই ‘ফ্যাশন ফ্রম ফিউচার’ নামাঙ্কিত ফ্যাশন শো-র জেলা পর্যায়ের অডিশন শুরু হবে। আগামী বছরের জানুয়ারিতে হবে এই ফ্যাশন শো-র চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা।”
সাংবাদিক সম্মেলনে সুমিত গাঙ্গুলী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী মেঘনা হালদার, অসীমা চ্যাটার্জী, অভিনেতা সুব্রত ব্যানার্জী, পুষ্টিবিদ অনুশ্রী মিত্র, ফ্যাশন ডিজাইনার রাজলক্ষ্মী শ্যাম সহ একাধিক ব্যক্তি।