গত ৭ই সেপ্টেম্বর কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে অনুষ্ঠিত হল কবিতার ভেলা শারদীয়া ১৪৩০ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি কৃষ্ণা বসু, বিশিষ্ট ঔপন্যাসিক অমরেন্দ্রনাথ পাল (প্রধান উপদেষ্টা), কবি ও সাহিত্যিক তুষার রঞ্জন মণ্ডল (সভাপতি), হরিসাধন শিকারী (সহ সভাপতি), ফটিক চন্দ্র বিশ্বাস (কোষাধ্যক্ষ), সাহিত্যিক দিলীপ রায়, সাহিত্যিক বিমল চন্দ্র গড়াই, কবি ও ঔপন্যাসিক সুমিতা পয়ড়্যা ও কবি অসীম দাস প্রমুখ। স্বাগত ভাষন দেন কবিতার ভেলার কর্ণধার প্রমতম সী।
কবিতা পাঠে অংশ নেন কল্যানী মন্ডল, সুচিত্রা সিংহ ভট্টাচার্য, রূপালী ঘোষ, তৃপ্তি পাল, তপন কুমার চট্টোপাধ্যায়, বিদ্যুৎ শংকর দাশ, স্বপন কুমার চক্রবর্তী, ড. বিশ্বজিৎ ঘোষ, শিবানী চ্যাটার্জী, গৌরী সেন, বিশ্বনাথ চৌধুরী, দিপালী মজুমদার, চন্দ্রানী চৌধুরী, রত্না দত্ত, অঞ্জনা দে প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন তমালী ভট্টাচার্য, মৌলী দাস, অজয় সাহা, সন্দীপা মুখার্জি প্রমুখ। সংগীত পরিবেশন করেন জনা বন্দ্যোপাধ্যায় এবং কার্ত্তিক চন্দ্র পাল। শ্রুতিনাটক পরিবেশন করেন সুপ্রিয়া বিশ্বাস এবং প্রসেনজিৎ ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উমা সরকার।