কলকাতা রাজেন্দ্রলাল স্ট্রীট সাধারণ দুর্গোৎসব আশি তম বছর পদার্পণ করল। সাধারণ সাধারণ সম্পাদক রুমকু চ্যাটার্জী জানালেন “এ বছরের আমদের ভাবনা মন মন্দির। যেখানে মন আর মন্দির এক সাথে বিরাজ করে।”
ধুমধাম করে শারদ উৎসবে
রাজেন্দ্রলাল স্ট্রীট সাধারণ দুর্গোৎসবের পুজা প্রাঙ্গণে শুভ সূচনায় উপস্থিত ছিলেন
সহ সভাপতি অমিত দত্ত, সম্পাদক রুমকু চ্যাটার্জী, পুরপিতা ও আইনজীবি অয়ন চ্ক্রবর্তি এবং শিক্ষাবিদ পায়েল গুপ্ত শর্মা ।