পুজোর মঞ্চ মাতাতে এবার আমেরিকায় ফোকগুরু দেব চৌধুরী

জি বাংলা সারেগামাপা-র জনপ্রিয় ফোকগুরু ও গ্রুমার মেন্টর দেব চৌধুরী এবার পুজোয় মঞ্চ মাতাতে গেছেন আমেরিকায়, তাঁর লোক সঙ্গীতের ডালি নিয়ে। গত ২৫ বছরের নিবিষ্ট লোকগান চর্চা, ঝকঝকে স্মার্ট উপস্থাপনা আর হৃদয়ছোঁয়া পরিবেশনার জন্যই তিনি আজ সারা বিশ্বের বাঙালিদের কাছে এত সমাদৃত।

শ্রী দেব চৌধুরীর মেন্টরশিপে জি বাংলার সারেগামাপা-র মঞ্চ কাঁপিয়েছে অসংখ্য নবীন প্রতিভা, যার মধ্যে রয়েছে পরপর দুবারের চ্যাম্পিয়ন অর্কদীপ মিশ্র, পদ্মপলাশ ও আরও অনেকে। শুধু টেলিভিশন নয়, তিনি তাঁর ব্যান্ড ‘সহজিয়া’ নিয়ে দেশ বিদেশের নানা প্রান্তে লোকগানের আসর মাতিয়ে তুলেছেন, বাংলার মাটির গন্ধ পৌঁছে দিয়েছেন প্রবাসী বাঙালিদের হৃদয়ে।

গত কয়েকমাস আগেই কানাডায় এবছরের NABC 2025, বিশ্ব বঙ্গ সম্মেলন হয়ে গেল। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানের থিম ছিল বাংলার লোক সংস্কৃতি, তার সামগ্রিক বিষয় ভাবনা ও সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন দেব। চূড়ান্তভাবে সফল এই অনুষ্ঠানে কানাডা প্রবাসী বাঙালিদের গ্রুমিং করে তাদের দিয়েই মূলমঞ্চে গাইয়ে সফল পরিবেশনা করেছিলেন তিনি।

বাংলা সিনেমায়ও তাঁর অবদান র‍য়েছে – রুদ্র দ্য ফায়ার, ৯০ ঘন্টা, মেঘমল্লার, পানসুপারি, আবার আসিবো ফিরে… ইত্যাদি বাংলা চলচ্চিত্রে গান লিখেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন, যা বিপুল সংখ্যক দর্শক ও শ্রোতাদের মন ছুঁয়েছে। কলকাতায় প্রতিষ্ঠা করেছেন তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান ‘সহজ সুরের পাঠশালা’, যেখানে নতুন প্রজন্মকে শেখাচ্ছেন লোকসঙ্গীতের রঙ, রূপ ও মাধুর্য। এছাড়াও বাংলার অন্যতম জনপ্রিয় প্রভাতী টেলিভিশন অনুষ্ঠান ‘গুড মর্ণিং আকাশ’ এর নিয়মিত উপস্থাপনা দেব চৌধুরীকে সারা বিশ্বের বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, তাকে আরো জনপ্রিয় করে তুলেছে।

এবারের উত্তর আমেরিকার বিভিন্ন দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ মাতৃস্বরূপা দুর্গার আবাহনের সাথে সবাই গেয়ে উঠবে বাংলার লোকগান। বাংলার মাটির গান পৌঁছে যাবে আটলান্টিকের ওপারে, প্রবাসী বাঙালিদের ঘরে ঘরে! অনুসুয়া চক্রবর্তীর আয়োজনে দেব চৌধুরীর লোকগানের এই যাত্রা নিঃসন্দেহে এবছর প্রবাসের দুর্গোৎসবের সোনার মুহূর্ত হয়ে থাকবে।