৩০ শে নভেম্বর অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের উদ্যোগে কলকাতার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোটেলে পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডি জি ও রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য নপরাজিত মুখার্জিকে সংবর্ধনা প্রদান করা করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় চিনের কনসাল জেনারেল ঝা লিউ, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সি এস কারনান, প্রাক্তন র আধিকারিক সন্তোষ ভগৎ, প্রাক্তন এডিজিপি অধীর শর্মা, শিক্ষা উদ্যোক্তা এম.পি রোজারিও, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সঞ্জয় বর্ধন, সুরঞ্জন দাসগুপ্ত, স্বাগত দত্ত এবং আরও বিশিষ্টজনেরা।
প্রাক্তন ডিজিপি নপরাজিত মুখার্জী তাঁর বক্তব্যে জানান, “আমি শীর্ষ পুলিশকর্তা হিসাবে অবসরের পর মানবাধিকার কমিশনে যোগ দেওয়ায় কিছু বিতর্ক হয়েছিল। আজ আমি সেটা নিয়ে এটাই বলতে চাই যে পুলিশই হচ্ছে মানবাধিকারের প্রথম রক্ষাকর্তা। কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে পুলিশই সর্বপ্রথম ভরসার জায়গা।”
প্রাক্তন এডিজিপি অধীর শর্মা তাঁর বক্তব্যে প্রাক্তন ডিজিপি নপরাজিত মুখার্জীর কঠিন সময়েও দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিরল ক্ষমতার বিষয়ে সকলকে অবগত করেন।
অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের সাধারণ সম্পাদক ও আইনজীবী জয়দীপ মুখার্জি জানান, “পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাওবাদী কার্যকলাপ রোধে প্রাক্তন ডিজিপি নপরাজিত মুখার্জীর বিশেষ ভূমিকা সোনার অক্ষরে লেখা থাকবে। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে মানবাধিকার কমিশনের কাজও করেছেন। তাঁর মত অভিজ্ঞ ও দক্ষ মানুষের কাছে সমাজ ও দেশের আরও অনেক পাওয়ার আছে”।