এপিসি পেটস্ স্পেশালিটি ক্লিনিকের উদ্যোগে ৫ মার্চ দক্ষিণ কলকাতার পাটুলি অঞ্চলে গৃহপালিত পশু ও পথ পশুদের চিকিৎসার জন্য একটি বিশেষ ফ্রী ভ্যাকসিনেশন ক্যাম্প-এর আয়োজন করা হল।
এপিসি ক্লিনিকের কর্ণধার এবং পশু চিকিৎসক ডা: অপরাজিতা রায় জানালেন বাড়িতে পশু রাখলেই হবে না তাকে সঠিক যত্ন করতে হবে, সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং পথ কুকুরদের স্নেহ- যত্ন নিতে হবে ।
“ফার এন্ড কেয়ার”-এর কর্ণধার শ্রেয়া গুহ এবং চিরতোষ রায় জানালেন প্রতিদিন প্রায় ৫০ টি পশুর চিকিৎসার ব্যবস্থা থাকলেও এই বিশেষ দিনে ফ্রী ভ্যাকসিনের ব্যবস্থা করা হল। এদিন ৩২টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়।
এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন কলকাতার ১১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা স্বরাজ কুমার মন্ডল । তাঁর উদ্যোগে আগামী দিনে একটি বিশেষ ভ্যাকসিন ও ক্লিনিক্যাল পরিষেবার কথা ঘোষণা করা হয় এই ক্লিনিকের সহযোগিতায়।