বি.এম. ফিল্মস প্রোডাকশন ও বরুণ চক্রবর্তীর উপস্থাপনায় তৈরি হচ্ছে বাংলা চলচ্চিত্র ‘অত্যাচার’। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে মুক্তি পেল ছবিটির পোস্টার ও ট্রেলার।
ছবিটি পরিচালনা করেছেন প্রদীপ বিশ্বাস। কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজে। এই ছবিতে অভিনয় করেছেন ঋদ্ধিশ, মৌ, ময়ূখ, পূজা, সঞ্জীব সরকার, অরুণাভা দত্ত, অভিক ভট্টাচার্য, দেবাশীষ গাঙ্গুলি হিমাদ্রি দাস, বাণী কুমার, প্রদীপ ভট্টাচার্য, মিলি সিনাহ দত্ত, প্রদীপ বিশ্বাস, পিয়ালী ধর, প্রিয়া দেবনাথ, লিনা ও রিক।
ক্রিয়েটিভ ডিরেক্টর শ্রীকান্ত। সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন শুভদীপ ও সমীরণ। ক্যামেরায় আছেন সুদীপ্ত দে। সঙ্গীত পরিচালনা করেছেন বিদ্রোহী ঘোষ। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন সতীশ নায়ক। কোরিওগ্রাফি করেছেন বরুন চক্রবর্তী। মেকআপ আর্টিস্ট হিসাবে আছেন মৌ ও রুবি। আর্ট ডিরেকশনে আছেন জয়ন্ত রায় ও ফরিদ আলী মোল্লা। প্রোডাকশন কোঅর্ডিনেটর হিসাব কাজ করেছেন পুলকেশ মণ্ডল ও সস্তি মন্ডল। ফাইট মাস্টার অখিলেশ প্রসাদ। সম্পাদনা করেছেন জয়ন্ত রায় ও অসীম। পোস্ট প্রোডাকশন ডিরেক্টর আর.জি. ঘোষ। কালার কারেকশন করেছেন মলয় এইচ মন্ডল, সাউন্ড রেকর্ডিস্ট রাহুল। পোস্ট প্রোডাকশন স্টুডিও রেন্ট সিনেমাটিক্স স্টুডিও।
এই বছরেই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।