২০শে নভেম্বর বাদল সরকার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের কাহিনী চিত্র ‘পরিযায়ী’ মুক্তি পেল। ‘ভয়েস টেক স্টুডিও’ র ইউটিউব চ্যানেলে এই ছবি দেখা যাবে। ঐদিন কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হয় ‘পরিযায়ী’ র বিশেষ প্রদর্শনী। বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবিটির কুশীলবেরা এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
জীবন ও জীবিকার প্রয়োজনে একজন পুরুষ মানুষ ভিটে মাটি ও আপনজনদের ছেড়ে পাড়ি দেয় অন্যত্র। সেই রকমই একজন নারী বিয়ের পর তার পিতৃগৃহ ও আপনজনদের ছেড়ে চলে যায় শ্বশুরালয়ে। সেই অর্থে এরা দু’জনেই পরিযায়ী। চলচ্চিত্রের পুরুষ চরিত্র সুকুমার কাজ করে অর্থ ও আপনজনদের জন্য উপহার নিয়ে বাড়িতে ফিরে আসে। সেখানে ছবির নায়িকা জয়িতা শ্বশুরবাড়িতে শ্বশুর, শাশুড়ি, স্বামী, ননদ, দেওর সবার জন্য নিজেকে উজাড় করে দিলেও মানসিক এবং দৈহিক অত্যাচারের শিকার হয়। একসময় সহ্য করতে না পেরে পিতৃগৃহে ফিরতে চাইলে, দাদা বৌদি তাঁকে শ্বশুরবাড়িতেই ফিরে যেতে বলে। জয়িতা আত্মহত্যা করতে যায়। সেই সময় এক বৃদ্ধ ভিখারি তাঁকে নারী শক্তির কথা স্মরণ করিয়ে দিলে তাঁর সম্বিত ফেরে।
৩০ মিনিটের এই ছবির গল্প লিখেছেন বাদল সরকার নিজেই। চিত্রনাট্য লিখেছেন পার্থ চক্রবর্তী। অভিনয় করেছেন সুস্মিতা দে, দীপঙ্কর মজুমদার, আনন্দ চক্রবর্তী প্রমুখ।
পরিচালক বাদল সরকারের এটা সপ্তম স্বল্প দৈর্ঘ্যের কাহিনী চিত্র। প্রতিটা ছবিতেই তিনি সমাজকে কোন না কোন বার্তা দিতে চেয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, তাঁর পরবর্তী ছবি তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে। সেই ছবিতেও তিনি এই মানুষদের কেন্দ্র করে গড়ে ওঠা সমাজের সমস্যার কথা তুলে ধরবেন।