নৃত্যে ও সঙ্গীতে বর্ণময় বসন্ত উৎসব উদযাপন ইন্ডিয়ান মিউজিয়ামে

ইন্ডিয়ান মিউজিয়ামের উদ্যোগে এবং প্রভা খৈতান ফাউন্ডেশন ও দীক্ষামঞ্জরী’র আয়োজনে ৫ মার্চ, জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণময় বসন্ত উৎসব। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী। ভাষ্যপাঠে ছিলেন উদ্যোগপতি ও সমাজসেবী সন্দীপ ভুতোরিয়া। একঝাঁক নৃত্যশিল্পী অংশগ্রহন করেন এই বসন্ত উৎসবে।

ডোনা গাঙ্গুলী বলেন, “বেশ কয়েক বছর ধরে এই ইন্ডিয়ান মিউজিয়ামে বসন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। কোভিডের জন্য কয়েক বছর বন্ধ ছিল, তারপর আবার এ বছর। সবাই এই পরিবেশে খুব আনন্দ করে, তাই আমার নিজেরও খুব ভালো লাগে। বসন্ত রাগ, ধ্রুপদী, অষ্টপদী, রবীন্দ্রসংগীত, ভোজপুরি, রাজস্থানী মারাঠি, বাংলা-হিন্দি হোলির গান এই সব কিছু নিয়েই ছিল নৃত্যের উপস্থাপনা। কারণ হোলি তো শুধু বাংলার নয়, সবার। তাছাড়া রাধা কৃষ্ণ ছাড়া হোলির উদযাপন সম্ভবই নয়”।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *