নেতাজী সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের অবদান শীর্ষক ঐতিহাসিক দলিল সংক্রান্ত পুস্তক কেন সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হচ্ছে না তা জানতে চাইল দিল্লী হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। সুপ্রিমকোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জীর জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে দিল্লী হাইকোর্ট সরাষ্ট্র, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রককে নোটিশ জারি করে জানতে চাইল। প্রসঙ্গত উল্লেখ্য ১৯৪৭ সালে ঐতিহাসিক প্রতুল গুপ্ত কঠোর পরিশ্রম করে নেতাজীর আজাদ হিন্দ ফৌজের অবদান শীর্ষক একটি ঐতিহাসিক গ্রন্থমালা রচনা করেন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু উক্ত দলিলটিকে ক্লাসিফায়েড করে রাখেন মিলিটারির সদর দপ্তরে। দীর্ঘ ৭৫ বৎসর যাবৎ উক্ত বইটি ক্লাসিফায়েড হয়ে রয়েছে।
জয়দীপ মুখার্জী বলেন, “দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজীর অবদান অসীম। আজাদ হিন্দ সরকারের প্রায় ২৫ হাজার সৈনিক আত্মবলিদান দিয়েছে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়ে। তাহলে স্বাধীনতার ৭৬ বৎসর বাদেও কেন এই ঐতিহাসিক দলিল প্রকাশ করা হবে না?”।
এই আর্জি নিয়েই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী ও নেতাজী গবেষক জয়দীপ মুখার্জী।