অভিনেতা কৌশিক সেনের বিরুদ্ধে ছবির প্রচারে অসহযোগিতার অভিযোগ

বকেয়া পারিশ্রমিকের দাবি বা শুটিং সম্পর্কিত বিষয় নিয়ে অভিযোগ নতুন নয় টলিপাড়ায়। তবে এবার অন্য ধরনের অভিযোগ এনেছেন তরুণ পরিচালক শৌভিক দে। পরিচালকের নিশানায় টলিপাড়া ও থিয়েটার জগতের সুপরিচিত অভিনেতা কৌশিক সেন। শৌভিকের ‘বরফি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। ছবির মুক্তি আসন্ন। কিন্তু পরিচালকের দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও এই ছবির প্রচারে অংশ নেননি কৌশিক।

ঠিক কী ঘটেছে জানতে শৌভিকের সঙ্গে যোগাযোগ করা হয়। শৌভিক বললেন, ‘‘আগামী মাসে আমার ছবির মুক্তি। কৌশিকদা ছবির মুখ্য চরিত্রে। কিন্তু উনি ছবির প্রচারের অংশ হতে রাজি নন। এতে তো আমার ছবির ক্ষতি হয়ে যাবে।’’ শৌভিক টলিপাড়ার তরুণ পরিচালক। সেখানে কৌশিকের মতো অভিনেতা ছবির প্রচারপর্ব থেকে সরে দাঁড়ানোর সিঁদুরে মেঘ দেখছেন তিনি। শেষ পর্যন্ত আর কোনও উপায় না দেখে শৌভিক মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নজরে আনেন।

জানুয়ারি মাসে এই ছবির শুটিং শেষ করেন শৌভিক। পরিচালকের কথায়, ‘‘যে দিন শুটিং শেষ হয়, সেদিনই আমি ওঁকে পারিশ্রমিক মিটিয়ে দিই। উনি বড় মাপের অভিনেতা। চিত্রনাট্য পছন্দ হয়েছিল বলেই অভিনয় করতে রাজি হয়েছিলেন। তার পরেও কেন এ রকম করলেন, বুঝতে পারছি না।’’ কৌশিক যে ছবির প্রচারপর্বে সময় দেবেন, নির্মাতাদের দাবি চুক্তিপত্রেও তা লেখা ছিল। পরিচালক বললেন, ‘‘ওঁর কাছে দু’দিন সময় চেয়েছিলাম। কিন্তু কৌশিকদা জানিয়ে দেন যে, ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালকদের ছবির প্রচারপর্বেও তিনি নাকি থাকেন না! কিন্তু নতুন পরিচালকদের সঙ্গেও এটা হলে, সেটা তো বাংলা ছবির ক্ষতি।’’

প্রসঙ্গত, মঙ্গলবারের সাংবাদিক সম্মেলন সম্পর্কে অবগত ছিলেন না কৌশিক সেন | সংবাদ মাধ্যম থেকে হোয়াটসঅ্যাপে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কৌশিকের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘আমার কিছু বলার নেই। পেশাগত এবং ব্যক্তিগত কাজের চাপে এই ছবির প্রচারে আমি থাকতে পারিনি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *