চিকিৎসক দম্পতির মানবিক বিবাহ অনুষ্ঠান

বিবাহ-বন্ধন নাকি স্বর্গে তৈরি হয়! আর বিবাহের অনুষ্ঠানকে এই মর্ত্যে স্মরণীয় করে রাখতে অনেকেই এলাহী আয়োজন করে থাকেন। সম্প্রতি এক ডাক্তার দম্পতি গাঁটছড়া বেঁধেছেন বিবাহের অনুষ্ঠানে ২০জন বিশেষ সক্ষম শিশুকে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করে।

ডাঃ রৌনক হাজারী যিনি নিজে একজন এনেস্থেসিয়া চিকিৎসক বিবাহ করেছেন ঋতুপর্ণাকে। ঋতুপর্ণাও একজন ডাক্তার যিনি এসএসকেএম হাসপাতালে তার এমডি করছেন। তাঁরা অনুভব করেছিলেন বিশেষ সক্ষম শিশুদের সাথে অনুষ্ঠানটা কাটিয়ে একটা সামাজিক বার্তা দিতে পারবেন। তাই আমন্ত্রণ জানান বিশেষ সক্ষম শিশুদের যাতে তারাও উপভোগ করতে পারে, আনন্দ করতে পারে তাদের বিবাহ অনুষ্ঠানে।

কোরিওগ্রাফার অভিরূপ সেনগুপ্ত এবং কসমেটোলজিস্ট সায়ন্তন দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা জানান যে প্রান্তিক মানুষদের মূল স্রোতে যুক্ত করার এটি একটি অনন্য প্রচেষ্টা এবং অত্যন্ত সৎ ও বলিষ্ঠ পদক্ষেপ। বিধায়ক নির্মল মাঝি, সাংসদ নুসরত জাহান বিশেষভাবে সক্ষম শিশুদের সাথে কথা বলেন। তাঁরা উভয়েই এই উদ্যোগের প্রশংসা করেছেন। বিধায়ক মদন মিত্র মানুষকে আরও সংবেদনশীল হবার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ্বান করেন। অতিথি তালিকায় ছিলেন মন্ত্রী সুজিত বোস, শিল্পী শুভপ্রসন্ন। সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ঋতুপর্ণা বিশেষ অতিথি হিসাবে শিশুগুলিকে পেয়ে ও তাদেরকে খুশি করতে পেরে দ্বিগুণ আনন্দিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *