২রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ডিউইশ মাল্টি ডিসিপ্লিনারি থেরাপি সেন্টার, লেকটাউনের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়।
লেকটাউনের জয়া সিনেমা হলের সামনে একটি সমাবেশ থেকে পদযাত্রাটি শুরু হয়ে লেকটাউন ভিআইপি রোড সংলগ্ন বড় ঘড়ির সামনে শেষ হয়। এই পদযাত্রায় প্রায় দেড়শো জন অংশগ্রহণ করেন। অটিস্টিক মানুষ ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগদান করেন। স্থানীয় কাউন্সিলর শ্রী অরূপ হাজরা মহাশয় সম্পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন নেহেরু চিল্ড্রেনস মিউজিয়ামের শ্রী সুদীপ সিমল, অন্বেষা কলকাতার শ্রী অর্ণব ভট্টাচার্য, অভিনেত্রী এ্যনমেরী টম, ফিল্ম ডিরেক্টর শ্রী সৌভিক কুন্ডু, ডিস্যাবিলিটি ও জেন্ডার রাইটস অ্যাক্টিভিস্ট শ্রীমতী শম্পা সেনগুপ্ত, গায়ক শ্রী অমিত কালী, বিশিষ্ট কোরিয়োগ্রাফার শ্রী রক্তিম গোস্বামী, রোটারি ক্লাব অব লেকটাউনের সদস্যবৃন্দ, ইনার হুইলের সদস্যবৃন্দ, রানারের সদস্যবৃন্দ, ডাউনস্ সিনড্রোম এ্যাসোসিয়েশন কলকাতার সেক্রেটারি শ্রীমতী মঞ্জিরা মালাকার, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার শিক্ষক শিক্ষিকা রা , চিকিৎসকরা ও আরো বহু মানুষ।
ডিউইশের পক্ষ থেকে সংস্থার ডিরেক্টর শ্রীমতী সুমিত্রা পাল বকসী বলেন, “আজকের দিনে সমাজ কে সচেতন করতে আমরা এখানে মিলিত হয়েছি। আমরা অভিভূত সকলের কাছ থেকে এত অভূতপূর্ব স্বতস্ফূর্ত সাড়া পেয়ে।”