বাঙালির অন্যতম উৎসব পয়লা বৈশাখের ঠিক প্রাক্কালেই ৭ই এপ্রিল মুক্তি পেতে চলেছে রাজনৈতিক থ্রিলারধর্মী ছবি- ‘বরফি’ । সৌভিক দে পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন টলিউড ও বলিউডের একঝাঁক চেনা মুখ। এম.এস.ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে মীনা শেঠি মণ্ডলের প্রযোজনায় তৈরি হয়েছে ‘বরফি’। এই ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, গুলশন পাণ্ডে, অভিজিৎ গুহ, চান্দ্রেয়ী ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনামিকা সাহা, অমিত শেট্টি, পিয়ালি চক্রবর্তী, অরিত্র দত্ত বণিক সহ অন্যান্যরা। ছবির গল্প লিখেছেন সায়ন রয়্যান ও সৌভিক দে। গল্প লেখা ও পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ লেখার গুরু দায়িত্বও পালন করেছেন সৌভিক নিজেই। সিনেমাটোগ্রাফি করেছেন অর্ণব গুহ।
৫ এপ্রিল ছিল ছবির প্রিমিয়ার। ‘বরফি’-র গল্পের শুরুতেই রহস্যের ধোঁয়াশা ধাপে ধাপে ঘনীভূত হয়। শহরে একের পর এক মন্ত্রী খুন হচ্ছেন। পুলিশ, গণমাধ্যম, সাধারণ মানুষ, সকলের মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, কে বা কারা খুন করছে? তাদের উদ্দেশ্য কী? অন্যদিকে দেখা যাচ্ছে, স্কুলের প্রিন্সিপাল বরফি, তার ভাই সূর্য এবং ভাইয়ের বান্ধবী শ্যামলী এদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক। বরফিও অজানা কারণে প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ হচ্ছে। পরের একটি দৃশ্যে একজন নেতাকে সরাসরি হত্যাও করছে। কোনও ভাবেই খুন গুলির পেছনে থাকা ঘুনিদের সম্পর্ক বা উদ্দেশ্য বুঝে উঠতে পারে না পুলিশ। পুলিশ এই তদন্তভার সমর্পণ করে তাদের পূর্বতন অফিসার মহেন্দ্রও তার সহকারী লঙ্কার হাতে। কিভাবে মহেন্দ্র ও লঙ্কা ধরতে পারবে এই রহস্যের সূত্র সেটাই দর্শক টানটান ভাবে উপভোগ করতে পারবে হলে গিয়ে।