মুক্তি পেল সৌম্যজিৎ আদকের ছবি ‘একলা ঘর’

‘অল্প হলেও সত্যি’র সাফল্যের পর নতুন ছবি ‘একলা ঘর’ নিয়ে এলেন পরিচালক সৌম্যজিৎ আদক। এই ছবিতে নতুন জুটি হিসাবে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু এবং ঐশ্বর্য সেন। ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নিকিতা ধামিজা, হিয়া রায়, সমর দাস-সহ অন্যরা। ছবিটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম মোজোপ্লেক্সে। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনিও লিখেছেন সৌম্যজিৎ। ছবির সংলাপ এবং দৃশ্য সজ্জায় রয়েছেন সমীর কৌশিক ।

ছবির কাহিনী সূত্র হিসাবে পরিচালক জানান, “এটি একটি নব্বই দশকের সময়ের ভালবাসার গল্প। ভালবাসা মানেই সবসময় পাওয়া নয়, প্রয়োজনে ত্যাগ করেও ভালবাসাকে বাঁচিয়ে রাখা যায়। কিছু না পাওয়া সত্ত্বেও ভালবাসা যায় । ‘একলা ঘর’ এমনি একটি চিরন্তন প্রেমের গল্প বলবে। এখানে 90 শতকের স্মার্টফোন আর ইন্টারনেট বিহীন সময়ের বিশুদ্ধ ভালবাসার গল্প দেখতে পাবে দর্শক। তখন ভালবাসা প্রকাশের মাধ্যম আলাদা ছিল।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *