হিউম্যানিটি ফিল্মসের ব্যানারে তৈরী হয়েছে গোয়েন্দা গল্পের সিনেমা গোয়েন্দা ঋজু। ১০ই মার্চ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ছবিটির ট্রেলার ও পোষ্টার মুক্তি পেল। উপস্থিত ছিলেন ছবিটির সাথে যুক্ত সকল অভিনেতা ও কলাকুশলীরা।
এবার বলা যাক ছবিটির কাহিনী সূত্র। উত্তরবঙ্গের একটি ছোট মফঃস্বল শহর থেকে উঠে আসা এক তরুণ প্রতিভাময় গোয়েন্দা যে নিজেকে সত্যান্বেষী হিসেবে পরিচয় দিতে ভালোবাসে। ঘটনাচক্রে রহস্যের জালে সে জড়িয়ে পড়ে। তার ঊর্ধ্বতন এর কাছ থেকে সে দুজন মহিলা পর্যটক কে উত্তরবঙ্গের পাহাড় ও জঙ্গল ঘুড়িয়ে দেখানোর নির্দেশ পায় এবং তাদের সুরক্ষা ও নিরাপত্তার ভারও তার ওপর বর্তায় । তাদেরকে জঙ্গল সফর করানোর সময় হঠাৎই জঙ্গল এলাকার অভেদ্য রহস্য তার সামনে চলে আসে যা তাকে তার অভিবাবকসম মানুষটির রহস্যের সুত্রের কথা মনে পড়ে যা তিনি তাকে আগেই বলেছিলেন। গল্প যত এগোয় ঋজু রহস্য সমাধানে অগ্রসর হয়, এবং তনিমা রহস্যের কিছু দিক উদ্ঘাটন করে ফেলে এবং যার ফলে তাকে চরম বিপদের সম্মুখীন হতে হয়।শেষ অব্ধি ঋজু তার প্রাণ বাঁচান এবং সম্পূর্ণ রহস্যের সমাধান করেন ।
এই সিনেমায় অভিনয় করেছেন নবাগত সাত্যাকি চক্রবর্তী, নবাগতা লিজা, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবাশীষ গাঙ্গুলি, প্রদীপ ধর, সুব্রত গুহ রায়, প্রদীপ্ত ভাস্কর চক্রবর্তী, দয়াল চাঁদ ভক্ত ও অন্যান্যরা। ছবিটি মুক্তি পাবে ২৪ মার্চ।