১৮ই এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে কালীমা ফিল্মস নিবেদিত দুটি ছবির মহরত অনুষ্ঠিত হলো। এইদিনে ‘ভালোবাসা কাকে বলে’ ছবির দুটি গান রিলিজ, অন্য ছবি ‘প্রহেলিকা’-র পোস্টার লঞ্চ করা হলো। বাংলা ও হিন্দি দুটি ছবির এক অন্য সাধের ছবি। সত্য কাহিনী অবলম্বনে রোমাঞ্চকর এবং মর্মান্তিক ছবি যা বাংলা ছবি আগে কোনদিন এই রকম দৃশ্য দেখা যায়নি ।আজকের দিনে মেয়েদের যে নিরাপত্তা নেই অনিশ্চয়তায় প্রতিটি পরিবার দিন কাটায় প্রহেলিকা ছবিতে তেমনই দৃশ্য তুলে ধরা হয়েছে। দুটি ছবির প্রযোজক কবিতা নস্কর জানিয়েছেন নারী যে মাতৃরূপীনে আর সেই নারীকে এই সমাজে অবমাননা কিভাবে করা হয় তা এই ছবি কিছু দৃশ্য দেখা যাবে।
শুভ মহরত প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন সুরকার অশোক ভদ্র , প্রযোজক কবিতা নস্কর, অভিনেতা পলাশ কুমার, কণ্ঠশিল্পী গোপাল চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তনা বোস ও শংকর কোলে। মঞ্চে সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন সাধন বাবু । গীতিকার হিসেবে রয়েছেন রাজিব দত্ত, এছাড়াও মহ: ইফরান মুম্বাই , অন্বেষা ও রাজ বর্মন!