অভিনেতা প্রসূন গাইনের প্রযোজনায় পরিচালক অনুরাগ পতি তৈরি করছেন একটি বড় স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘কৈফিয়ত’। অর্থাৎ ‘কৈফিয়ত’-কে একটি ছোট ফিচার ফিল্মও বলা যেতে পারে। ছবিতে অভিনয় করেছেন স্বয়ং প্রযোজক প্রসূন গাইন। এছাড়াও আছেন পূজারিণী ঘোষ, অরুণ মুখোপাধ্যায়, নিমাই ঘোষ, রাজু মজুমদার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়রা এবং গ্রুপ থিয়েটারের বেশ কিছু শিল্পী।
২২ শে আগস্ট দক্ষিণ কলকাতার একটি কাফেতে উন্মোচিত হল ছবির পোস্টার এবং মুক্তি পেল ছবিটির একমাত্র গান ‘খোয়াব’। সঙ্গীত পরিচালক শ্রাবণ ভট্টাচার্যের সুরে ‘খোয়াব’ গানটি গেয়েছেন দুর্নিবার সাহা। গানটি লিখেছেন ঋতম সেন। অনুষ্ঠানে গানটি লাইভ গেয়ে শোনান দুর্নিবার ও শ্রাবণ। জীবনে ভালোবাসার মানুষকে নিয়ে ঘর বাঁধার চিরন্তন খোয়াব বা স্বপ্নের কথা বলে এই গান।
প্রযোজক প্রসূন জানালেন ছবিটি মুক্তি পাবে সামনের শীতের মরশুমে। ছবিটি দেখানো হবে ওটিটি প্লাটফর্মে।