মার্চে আসছে ‘ক্লিক’-এর নতুন সিরিজ ‘বারানসী জাংশন’

বেনারসের ধর্ম আর রাজনীতির অলীগলী জুড়ে বিস্তৃত কাহিনীর প্রেক্ষাপটে নির্মিত একটি রোমহর্ষক থ্রিলার। দ্রুত গতির এই কাহিনীর পরতে পরতে রয়েছে পশ্চাদ্ধাবনের টান টান উত্তেজনা ও আনাচে কানাচে বিপদমুখী মরণের ফাঁদ। ঘটনা’র সূত্রপাত একজন ইউটিউবে ব্লগ করা যুবকের অকস্মাৎ নিখোঁজ হওয়া এবং মহিলা সাংবাদিকের শনাক্তকরনকে কেন্দ্র করে। সেই জটিল ঘটনার পিছু তাড়া করে সেই সাংবাদিক ভয়ানক বিপদের সম্মুখীন হয়। স্বেচ্ছায় অনুসন্ধানের সুত্র ধরে এই আঁধার জগতে পা রেখেই সে বুঝতে পারে যে, সে নিজেই ওই প্রাচীন শহরের এক ভয়াবহ দুষ্কৃতী চক্রের মারণ নিশানার কেন্দ্রবিন্দু। সে এও বুঝতে পারে যে তাঁর অজ্ঞাতসারেই প্রতিটি পদক্ষেপের নজরদারি করা হচ্ছে, এমন কি এই শহরে বিশ্বাসযোগ্য বলে তাঁর কেউ নেই। ক্রমে তাঁর সামনে ধর্মবান্ধব শহরে ঘোর অধর্মের কালো আঁধারে ভরসাযোগ্য সব দরজা একে একে বন্ধ হতে থাকে। সে কি চারিদিক থেকে ঘিরে ধরা বিপর্যয়ের ঘেরাটোপ থেকে বেরোতে পারবে ? শেষমেষ আঁধার জগতের ঘৃণ্য শক্তিগুলো কি পরাজিত হবে?
এই কৌতূহলের উত্তর মিলবে KLiKK এর আগামী ওয়েব সিরিজ ‘বারানসী জাংশন’ এ। মুক্তি পাচ্ছে Klikk OTT তে আগামী মার্চ মাসে। কাহিনীকার, চিত্রগ্রাহক, পরিচালক ও সম্পাদক অর্ণব রিঙ্গো ব্যানার্জি। প্রযোজক ঐন্দ্রীলা ব্যানার্জি ও রিং আ বেল ফিল্মস্। সাউন্ড ডিজাইন করেছেনতীর্থংকর মজুমদার। গণমাধ্যম প্রচারে আছেন রানা বসু ঠাকুর।

সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায়, জিতসুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধীষ চৌধুরী, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জাইগিরদার, মহম্মদ করীম, অগ্নীভ ব্যানার্জি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *