নতুন বছরের শুরুতেই ৬ থেকে ৭ জানুয়ারি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির সন্নিকটে চৌধুরী হাউসে অনুষ্ঠিত হয়ে গেল ‘মিশন ইম্পসিবল’-এর লাইফস্টাইল প্রদর্শনী ‘পৌষ পার্বন ২.০’। ৮ টা সফল প্রদর্শনীর পর এটি ছিল তাদের নবম প্রয়াস।
এই প্রদর্শনীর ১০৬ টা স্টলে পাওয়া যাচ্ছিল মহিলাদের শাড়ি, সালোয়ার কামিজ ও বিভিন্ন ধরণের পোশাক থেকে শুরু করে প্রসাধন সামগ্রী, ঘর সাজানোর জিনিসপত্র, পুরুষদের পাঞ্জাবি ও টি শার্ট। তাছাড়াও ছিল জ্যোতিষ সম্পর্কিত স্টল এবং বিভিন্ন ধরণের খাবারের স্টল। আগত দর্শক ও ক্রেতাদের জন্য ছিল কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার।
‘মিশন ইম্পসিবল’ এর অ্যাডমিন রিয়া পাল জানিয়েছেন, শুধু এই রাজ্যই নয়, ভিন রাজ্য থেকেও বিক্রেতারা এই প্রদর্শনীতে এসেছিলেন তাঁদের তৈরি জিনিসপত্র বিক্রি করতে।