বিশ্বজিৎ মুখার্জি ও প্রবীর পাছাল পরিচালিত মুক্তি আসন্ন বাংলা ছবি ‘মুখ ও মুখোশ’। ঘটনাচক্রে রূপ আজ অসামাজিক। কিন্তু তাঁর জীবন এতটা অন্ধকার ছিল না এবং তার শহরতলির দিনগুলো ছিল আশার আলোয় উজ্জ্বল। এক অভিশপ্ত রাতে, যখন তাঁর বয়স মাত্র আঠারো বছর, তাঁর মাকে বাড়ি থেকে তুলে নিয়ে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি নির্মমভাবে ধর্ষণ করে। যখন তাঁর মা আত্মহত্যা করে তখন প্রতিশোধ নিতে ওই ব্যক্তিকে রূপ হত্যা করে। পুলিশ কোনো উপায় খুঁজে না পাওয়ায় মামলাটি অমীমাংসিত থেকে যায়। রূপ এবং তাঁর বন্ধু সোহম, যে এই হত্যাকাণ্ডের সাথেও জড়িত ছিল, তারা কোনোভাবে পালিয়ে যায় এবং এই ঘটনাটি তাঁদের জন্য অপরাধ জগতের প্রবেশদ্বার হয়ে ওঠে। ধীরে ধীরে তাঁরা রাজনৈতিক হত্যা ও মানব অঙ্গ পাচারের মতো অপরাধের জগতে পা রাখে। কয়েক বছর পর যখন তাদের অপরাধমূলক কাজকর্ম চরমে পৌঁছেছিল তখন ডিজিপির নেতৃত্বে একটি তদন্ত শুরু হয়েছিল এবং মিঃ রাও নামে একজন আইপিএসকে দায়িত্ব দেওয়া হয়েছিল যিনি অপরাধের নেক্সাস খুঁজে বের করার জন্য দুজন অধস্তন কর্মকর্তা নিয়োগ করেছিলেন। সেই দলের একজন মহিলা আইপিএস অফিসার রূপ এবং তাঁর সঙ্গীদের কালো রাজ্য আবিষ্কার করতে প্রেমের ফাঁদ তৈরি করেন এবং এরপর কি ঘটে তার উত্তর দিতে খুব শীঘ্রই মুক্তি পেতে চলছে ‘মুখ ও মুখোশ’।
ছবির কাহিনী কেকা চ্যাটার্জির। চিত্রগ্রহনে আনমোল সাহা। ব্যবস্থাপনায় আইশান খান। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বিশ্বজিৎ মুখার্জী ও প্রবীর পাছাল। অতনু মণ্ডল আছেন প্রধান সহকারি পরিচালনায়। সুর দিয়েছেন অশোক ভদ্র। এই ছবিতে অভিনয় করেছেন দেবশ্রী রায়, জয় গাঙ্গুলী, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রদীপ ভট্টাচার্য, অর্কপ্রভ ভট্টাচার্য, শুভঙ্কর ঘটক, কুন্তল গুহ , তমোজয় শ্রীমণি, আয়েশা মল্লিক, চৈতালী জানা, অজিত কুমার ব্যানার্জী সহ আরো অনেকে।