‘ডি সুধীর প্রোডাকশনস’-এর ব্যানারে আজ আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল দুটি মিউজিক ভিডিও ‘তোর নামে নীল খামে’, এবং ‘চল পালাই’ না।
গীতিকার রাজীব-এর কথায় ও সঙ্গীত পরিচালক সুধীর দত্ত-র সঙ্গীত নির্দেশনায় এই দুটি ভালবাসার গান গেয়েছেন রাখী দত্ত দেব এবং রাজ বর্মন।
সাংবাদিক দের সাথে কথা বলতে গিয়ে গীতিকার রাজীব এবং সঙ্গীত পরিচালক সুধীর দত্ত জানান, তারা কাজ করেন মজার ছলে। খুনসুটি তো চলতেই থাকে, তবে ভালবাসার মাস ফেব্রুয়ারীতে এই দুটি রোমান্টিক গানের প্রকাশ পেরে তাঁরা আনন্দিত।
সঙ্গে রাখি দত্ত দেব সাংবাদিক দের জানান, ৮ই ফেব্রুয়ারী প্রেমপ্রস্তাব দিবসে এই মিউসিক ভিডিও মুক্তি পাওয়াটা বিশেষ তাৎপর্যপূর্ণ। নবাগত কাইজার খান হাসি মুখে জানান, “তাঁর এই প্রথম কাজ সকলের ভালো লাগবে এটাই আশা করেন”।
‘তোর নামে নীল খামে’ মিউজিক ভিডিওতে অভিনয়ে কাইজার খানের সাথে আছেন অভিনেত্রী দেবলীনা দত্ত এবং ‘চল পালাই’ গানে সাথে আছেন সুনন্দা।
প্রেমের মাসের উদযাপনে ভালবাসার এই দুটি মিউজিক ভিডিও নতুন মাত্র আনবে।